এখন পড়ছেন
হোম > রাজ্য > কৃষকদের সামনে রেখে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া সিটু

কৃষকদের সামনে রেখে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া সিটু

বিজেপি সরকারের জনবিরোধী নীতি, গণতন্ত্র হত্যা এবং শ্রম আইন সংশোধনের বিরোধিতা করে দেশের নানা প্রান্ত থেকে কৃষিজীবি ক্ষেত মজুরদের সাথে নিয়ে শ্রমজীবিরা আগামী ৫ই সেপ্টেম্বর রাজধানী দিল্লী বনধের তোড়জোর করছে। এই পরিকল্পনা সম্পর্কে সিটু সাধারণ সম্পাদক তপন সেন জানালেন সারা দেশে মোদী সরকারের শিল্পপতি তোষন নীতিতে ভুক্তভোগী শ্রমিক কর্মচারীদের সাথে দেশের কৃষক, ক্ষেত মজুররা সংঘবদ্ধ হয়ে এদিন পথে নামবেন। তবে জানা যাচ্ছে আগামী ৫ই সেপ্টেম্বরে কৃষক এবং শ্রমজীবি মানুষদের সমন্বয়ে বনধ কর্মসূচী পালনের আগে অগাষ্ট মাসের ৯ তারিখ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিনে সারা দেশের নানা প্রান্তের ভুক্তভোগী মানুষদের সমবেত করে  আইন অমান্য ও জেল ভরো’র কর্মসূচীর আয়োজন করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে আগামী ৫ই সেপ্টেম্বর এরাজ্য থেকে দশ হাজার শ্রমিক দিল্লীতে ঐ বন্ধ কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন। দিল্লী যাওয়ার আগে এ রাজ্যে গোটা আগস্ট মাস জুড়ে চা-শ্রমিকদের জাঠা, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোলের কয়লা খনি ও ইস্পাত শিল্পের শ্রমিক কর্মচারীরা মোটর সাইকেল জাঠা সংগঠিত করে কলকাতায় এসে পৌঁছাবেন। দেশের সমস্ত শ্রমজীবি মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ন্যূনতম মজুরি ১৮হাজার টাকা, ন্যূনতম পেনশন তিন হাজার টাকা দাবি করা হচ্ছে। একই সাথে সম কাজে সম মজুরীর দাবি ও উঠছে। সব দিক পর্যালোচনা করে দেখা যাচ্ছে দেশের কৃষি ক্ষেত্র এবং শিল্প ক্ষেত্র সর্বত্রই শ্রমজীবি মানুষ নানা ভাবে উপেক্ষিত এবং এবং যোগ্য মজুরী প্রাপ্তি থেকেও বঞ্চিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!