এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘অপ্রয়োজনীয় বিষয়কে’ সামনে রেখে কৃষকদের আন্দোলন, দাবি বিজেপি মুখ্যমন্ত্রীর

‘অপ্রয়োজনীয় বিষয়কে’ সামনে রেখে কৃষকদের আন্দোলন, দাবি বিজেপি মুখ্যমন্ত্রীর


৮ টি রাজ্যের কৃষকেরা একটানা ১০ দিনের ধর্মঘটের ডাক দিলেন। একইসাথে কৃষকেরা আগামী ১২ই জুন ভারত বন্‌ধের ডাক দিয়েছে । এই ধর্মঘটের জেরে দেশবাসী ফল , দুধ এবং আনাজের সঙ্কটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কৃষকদের তীব্র সমালোচনা করলেন। তিনি বললেন , “কৃষকদের কাছে কোনও ইস্যু নেই। শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয়কে তাঁরা সামনে নিয়ে আসছে। তাঁদের উত্‍পাদিত শস্য বিক্রি না হলে তাঁরাই লোকসানের মুখে পড়বেন।’‌’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সুরে কৃষকদের সমালোচনা করলেন মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী বালাকৃষ্ণ পাটিদার। নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বললেন, “আজ জুনের ২ তারিখ। কোথায় ধর্মঘট হচ্ছে?‌ কোনও কৃষক ধর্মঘটে অংশ নিচ্ছেন না। কারণ তাঁরা অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রীর দেওয়া প্রকল্পের জন্য। তাঁরা বিশ্বাস করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাঁদের সমস্যা সমাধান করবে।”  উল্লেখ্য গত বছর এই ১ লা জুন মধ্যপ্রদেশের মান্দসৌরে ঐ রাজ্যের পুলিশ ফসলের যথাযথ দামের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালিয়েছিল। সেদিনের ঘটনায় ৬ জন কৃষক ঘটনাস্থলেই মারা যান। অতীতের সেই দিনটিকে স্মরন করেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা এবং ছত্তিশগড় রাজ্যের কৃষকেরা ধর্মঘটের পথে। প্রসঙ্গত আন্দোলনকামী এইসব রাজ্যের মধ্যে পাঞ্জাব, কর্ণাটক বাদে বাকি সব রাজ্যই বিজেপি শাসিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!