এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনে যোগ দিয়ে জল্পনা বাড়ালেন মোদী-বিরোধী বিজেপি শীর্ষ নেতারা

কৃষক আন্দোলনে যোগ দিয়ে জল্পনা বাড়ালেন মোদী-বিরোধী বিজেপি শীর্ষ নেতারা

গত শুক্রবার থেকে কৃষি পন্যের লাভজনক দাম ও কৃষি ঋণ মকুবের দাবিতে ৮টি রাজ্যের কৃষকেরা ১০ দিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসুচীর আয়োজন করেছে। এই আন্দোলনের মূল কেন্দ্র মধ্যপ্রদেশ রাজ্যে। কৃষকদের এই আন্দোলনে যোগদান করতে  আগামী ৮ ই জুন মধ্যপ্রদেশের মান্দসৌরে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ শত্রুঘন সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং প্রাক্তন ভিএইচপি নেতা প্রবীন তোগাড়িয়া প্রমুখ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর আগেই আগামী ৬ই জুন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর ও সেখানে যাওয়ার কথা আছে। উল্লেখ্য গত বছর ৬ ই জুন মধ্যপ্রদেশের মান্দসৌরেই আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ গুলি চালানোর ঘটনায় ৬ জন কৃষকের মৃত্যু হয়েছিল । ঐ ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। গত বছরের ঐ কৃষক আন্দোলনকে স্মরণ করে  মধ্যপ্রদেশে কৃষকরা ‘গাঁও বনধ’ পালন করছেন। এই আন্দোলন কর্মসূচী মোতাবেক কৃষকরা কৃষিজাত পন্য নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন না। এই কৃষক আন্দোলন প্রসঙ্গে রাষ্ট্রীয় কিষাণ মজদুর মহাসঙ্ঘের সভাপতি শিবকুমার শর্মা বললেন, “গাঁও বনধ আন্দোলন চলছে, কৃষকরা কেউ গ্রামের বাইরে আসছেন না। তবে পুলিশ কৃষকদের যেন তেন প্রকারে গ্রামের বাইরে বার করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জাল ভিডিও ছড়ানো হচ্ছে। যেখানে দেখানো হচ্ছে কৃষকরা আন্দোলনে অংশ নিচ্ছেন না।” এদিকে এই কৃষক আন্দোলন যে আদৌ ততটা গুরুত্ব পাচ্ছেনা জানিয়ে  মান্দসৌরের কৃযক মাণ্ডির ইন্সপেক্টর সমীর দাস জানালেন সবজির জোগান স্বাভাবিকই আছে। আবার ভোপাল কৃষি উপাজ মান্ডির সেক্রেটারি বিনয় প্রকাশ পাতেরিয়া বললেন রবিবার ছুটির দিনে মান্ডি বন্ধ থাকে। তাও স্থানীয় কৃষি বাজারে ২৫০০ কুইন্টল শাকসব্জি এসেছে। তাঁদের বক্তব্য ইঙ্গিত করছে কৃষক আন্দোলন মানুষের স্বাভাবিক জনজীবনে কোনো প্রভাব ফেলেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!