এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল-শুভ্রাংশুকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিপ্রিয় মল্লিক

মুকুল-শুভ্রাংশুকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিপ্রিয় মল্লিক


বাবা-ছেলের লুকোচুরি খেলা চলছে এমনটাই দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জানালেন বাবা-ছেলের লুকোচুরি খেলা চলছে। বাবা দিনের বেলা এক দরজা দিয়ে বের হচ্ছেন, তো ছেলে অন্য দরজা দিয়ে বের হচ্ছেন। কিন্তু, রাত ১০টার পর তাঁদের খেলা আমরা কেউই বুঝতে পারছি না। হয়তো, বাবা-ছেলে যুক্তিতে বসছে। এমনকী, শুভ্রাংশুকে দিয়ে তথ্য সরবরাহের কাজও করানো হচ্ছে এমনটাও হতে পারে। এদিন আবার মুকুল রায়কে তিনি ‘ধেড়ে খোকা’ বলেও কটাক্ষ করেছেন।এই প্রসঙ্গে তিনি বলেন আমি,পার্থ,অভিষেক সবাই ওনার কাছে “বাচ্চা ছেলে” আর উনি নিজে “সাবালক” উনি “ধেড়ে খোকা “ওনার মাথার গন্ডগোল হয়েছে তাই চিকিৎসার প্রয়োজন। বাবা বিজেপিতে আর ছেলে এখনো তৃণমূলে এই নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। কিন্তু সব জল্পনা সরিয়ে মুকুল পুত্র বলেছিলেন তিনি আজীবন তৃণমূলে থাকবেন ,কিন্তু তাকে নিয়ে দিকের অন্দরেই যে প্রশ্ন উঠেছে তা বার বার স্পষ্ট হয়ে গেছে।অনিমন্ত্রিত হয়ে ১ ডিসেম্বর হাড়োয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছিলেন তিনি। অনেকে তাঁকে সভা ছেড়ে চলে যেতেও বলেন। যদিও তিনি যাননি। তবে এর থেকেই স্পষ্ট যে তাঁকে নিয়েও তৃণমূল যথেষ্ট সন্ধিহান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!