এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের – সঙ্গ ছাড়ছেন এই হেভিওয়েট নেতা, এই নিয়ে তিন

বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের – সঙ্গ ছাড়ছেন এই হেভিওয়েট নেতা, এই নিয়ে তিন

২০১৯-এর আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তিনি দেশের সমস্ত আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের প্রচেষ্টায় আছেন। বিজেপির কাছে একের পর এক নির্বাচনে ধরাশায়ী হওয়ার ফলে দীর্ঘদিনের বৈরিতা ভুলে আঞ্চলিক দলগুলি সাড়াও দিচ্ছিল এই জোট গঠনের ভাবনায়।

কিন্তু এরপরেই ছন্দপতন। একে একে জোট ছাড়ছেন অনেক হেভিওয়েট আঞ্চলিক দলই। এর আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়ে দিয়েছেন এনডিএ জোটে শামিল হতে পারে তাঁর দল। এমনকি ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েকও ইঙ্গিত দিয়েছেন ফেডারেল ফ্রন্টের থেকে এনডিএ যেতেই তাঁর দল আস্থা রাখতে পারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট আরো বড় ধাক্কা খেল, যখন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন আগামী লোকসভা নির্বাচনে কোনো জোটের পক্ষে নয়, বরং তাঁর দল একক ভাবে নির্বাচনে লড়বে।

তার থেকেও বড় কথা, তিনি জানিয়েছেন, যারা বিরোধী জোটে শামিল হয়েছে তাঁরা কেউ দেশের প্রকৃত উন্নতি চাই না। তাই আম আদমি পার্টি ২০১৯ লোকসভা ভোটে কোনও জোটে শামিল হবে না। বরং দিল্লির বাইরে একাধিক রাজ্যে একক শক্তিতে লড়াই করার কথা ভাবছে আপ। আর এরফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে অল্প কিছুদিনের মধ্যেই তিন হেভিওয়েট নেতার বেরিয়ে যাওয়া ধাক্কা হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এর সঙ্গেই অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন হরিয়ানায় সব আসনে প্রার্থী দেবে তাঁর দল। তাঁর এই সিদ্ধান্তের ফলে পাঞ্জাব, হরিয়ানা, গোয়া, দিল্লি, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে বেশ বিপাকে পড়তে চলেছে কংগ্রেস, আর স্বাভাবিকভাবেই এর ফায়দা যেতে চলেছে গেরুয়া শিবিরের কাছে। প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট ছাড়ার কথা তিন হেভিওয়েট নেতা ঘোষণা করলেও তা নিয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া জানাননি জোটের শীর্ষনেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!