এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের ভোটের ময়দানে শুভেন্দু? তৃণমূল নেতার ওপেন চ্যালেঞ্জে জল্পনা!

ফের ভোটের ময়দানে শুভেন্দু? তৃণমূল নেতার ওপেন চ্যালেঞ্জে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপর থেকেই তাকে লোডশেডিংয়ে জেতা বিধায়ক, কারচুপি করে জেতা বিধায়ক ইত্যাদি নানা সম্বোধনে ভূষিত করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী বারবার করে বিভিন্ন সভা থেকে তুলে ধরেন যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তবে এবার সেই শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য সভায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে রাজ্যের যে কোনো আসন থেকে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে লড়ে দেখাক বলে জানিয়ে দিলেন তিনি। স্বভাবতই মদন মিত্রের এই মন্তব্যের পরই নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি এবার শুভেন্দু অধিকারী মদন মিত্রের এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন, তিনি কি আবার ভোটের ময়দানে নামবেন! ইতিমধ্যেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা।

সূত্রের খবর, এদিন আইএনটিটিইউসির একটি সভায় উপস্থিত হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “শুভেন্দু যদি মায়ের দুধ খেয়ে থাকে, আর বাপের ব্যাটা হয়ে থাকে, নন্দীগ্রাম থেকে ইস্তফা দিক। আমিও কামারহাটি থেকে ইস্তফা দিচ্ছি। 294 টি বিধানসভার যেখানে বলবে, সেখানেই লড়ে দেখাবো।”

বিশেষজ্ঞরা বলছেন, কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মদন মিত্র। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী জিতলেও এবার তিনি যদি অতই বড় নেতা হন, তাহলে তিনি অন্য কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে লড়ে দেখান বলে চাপ বাড়িয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। স্বাভাবিকভাবেই এখন শুভেন্দু অধিকারী মদন মিত্রের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!