এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ফের অধীরের আক্রমণের মুখে মমতা, জেনে নিন কারণ

ফের অধীরের আক্রমণের মুখে মমতা, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম হলেন কংগ্রেসের দাপুটে নেতা অধীর চৌধুরী। প্রায় সপ্তাহ খানেক পূর্বে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে পুনর্বহাল হয়েছেন তিনি। সম্প্রতি সংসদের বাদল অধিবেশনের কারণে দিল্লিতে রয়েছেন। গতকাল দিল্লি থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রবল তোপ ধ্বনি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবীন্দ্র সরোবর বিষয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

প্রসঙ্গত, গত বছর থেকেই রবীন্দ্র সরোবরে ছট পূজা বন্ধের নির্দেশ দিয়েছিল গ্রিন ট্রাইবুনাল। গত ২০১৮ সালে ছট পুজোর পর গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে রবীন্দ্র সরোবর থেকে জলের নমুনা সংগ্রহ করেছিল একদল বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের রিপোর্টে দেখা যায় যে, রবীন্দ্র সরোবরের জলদূষণ ব্যাপক আকার ধারণ করেছে। সেইসঙ্গে বাতাসে মাত্রাছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে কার্বন-ডাই-অক্সাইড। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এই স্থানে ছট পুজো বন্ধের সিদ্ধান্ত নেয় গ্রিন ট্রাইবুনাল।

গত বছরে পরিবেশ আদালতের এই সিদ্ধান্তের পর রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়। রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধের বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ সমালোচনা করেছিল রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ” সরকারের অপদার্থতার জন্যই পুজো বন্ধ হয়ে গিয়েছে।”

এরপর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ শর্তসাপেক্ষে রবীন্দ্রসরোবরে ছটপূজার অনুমতি দানের আবেদন করেছিল। গতকাল বৃহস্পতিবার কেএমডিএর এই আবেদন খারিজ করে দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। গ্রিন ট্রাইবুনাল এর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, কোনভাবেই রবীন্দ্রসরোবরে ছোটপুজোর অনুমতি দেয়া হবে না। অনেকে মনে করছেন রাজ্যের হিন্দি ভাষাভাষী মানুষদেরকে কাছে টানতে কেএমডিএ এই পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু গ্রীন ট্রাইব্যুনালের আপত্তিতে তাদের পরিকল্পনা ভেস্তে গেল। এরপর পরিবেশ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান সেইসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” ছটপুজোয় বহু মানুষের ধর্মীয় ভাবাবেগ রয়েছে। তাই আমরা গ্রিন ট্রাইবুনালের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে শর্ত সাপেক্ষে ছটপুজোয় অনুমতি দেওয়া হয়। এবার সুপ্রিম কোর্টে যাব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার রবীন্দ্র সরোবর ইস্যুতেই কড়াভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতিকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ সম্পর্কে বললেন, ” বিহারীরা ছাড়াও এমন লক্ষ লক্ষ বাঙালি রয়েছেন যাঁরা ছট পুজো করেন। তাঁরা কি কেউ আপনাকে বলেছেন যে রবীন্দ্র সরোবরে ছটপুজোর ভাসান না হলে আমরা আপনাকে ভোট দেব না? ”

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অধির চৌধুরি আরো জানালেন যে, রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে না দিলে মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন না এ কথা কেউ মুখ্যমন্ত্রীকে না বললেও মুখ্যমন্ত্রী নিজেই গেছে যেচে গেছেন এ ব্যাপারে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” বাংলায় কোনও মুসলমান ভাইবোন আপনাকে বলেননি, দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়ে মহরমের মিছিল করতে দেওয়া হোক। কেউ বলেননি। আপনি যেচে করেছিলেন। ওই দেখিয়ে সংখ্যালঘু ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন। এখন ছটপুজোর নামে বিহারীদের ভোট নিতে চাইছেন। আসলে এটা ছটপুজো নয়, ভোট পুজো।”

মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে অধীর চৌধুরী জানালেন যে, রবীন্দ্র সরোবরের জল দূষিত হলে বাঙালি, বিহারী প্রত্যেকের জন্য তা ক্ষতিকর হবে। কিন্তু মুখ্যমন্ত্রী এ কথা বুঝতে চান না। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” রবীন্দ্র সরোবর কলুষিত হলে বাঙালি, বিহারী সবার ক্ষতি। কিন্তু মুখ্যমন্ত্রী সে কথা কে বোঝায়! পরিবেশবিদদেরও অনেকের বক্তব্য, সারা বিশ্বে পরিবেশ সংকটে। সর্বত্র আলোচনা চলছে কী ভাবে সবুজ রক্ষা করা যায়। আমাদের দুর্ভাগ্য এখানে ধর্মীয় ভাবাবেগের অজুহাতে সরকার এই ধরনের ভূমিকা নিচ্ছে। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!