এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের আইনি জালে জড়াতে চলেছেন বিজেপি বিধায়ক মুকুল রায়, সৌজন্যে তৃণমূল

ফের আইনি জালে জড়াতে চলেছেন বিজেপি বিধায়ক মুকুল রায়, সৌজন্যে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   মন্ত্রিসভা গঠন হওয়ার পর দলের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরই তৃণমূলের পক্ষ থেকে প্রতিহিংসাপরায়ণ আচরণ করার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, নারদ কান্ডে দলের নেতা, মন্ত্রীদের গ্রেপ্তার করা হলেও, সেই ভিডিও ফুটেজে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে দেখা যাওয়া সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। যে বিষয়কে তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলতে দেখা গেছে ঘাসফুল শিবিরকে।

তবে একাংশ বলছেন, বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সেই নারদকান্ডে টাকা নিতে দেখা গেলেও ভিডিও ফুটেজে মুকুল রায়কে কোনো টাকা নিতে দেখা যায়নি। সেদিক থেকে মুকুল রায়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই বললেই চলে। তাই তার বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বিশেষজ্ঞদের একাংশ মুকুল রায়ের পক্ষ অবলম্বন করে এই কথা বলার পরে কিছুটা হলেও স্বস্তি পান কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। কিন্তু সেই স্বস্তি বেশিদিন টেকসই হল না।

নারদ মামলায় ভিডিও ফুটেজে টাকা নিতে তাকে দেখা না গেলেও এবং এর ফলে মুকুল রায় কিছুটা স্বস্তি পেলেও, কিছুদিন আগেই হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের হলফনামায় সেই নারদ মামলার কথা উল্লেখ না করার কারণে এবার তার বিরুদ্ধে প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস। এদিন এই বিষয়ে প্রশ্ন তুলে মুকুল রায়কে কার্যত চাপে ফেলে দেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে সদ্য বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি বিধায়ক মুকুল রায় যে যথেষ্ট চাপে পড়ে গেলেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনে লড়াই করতে হলে সম্পত্তি থেকে শুরু করে মামলা, সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিতে হয়। কিন্তু সেদিক থেকে নারদ মামলা চললেও সেই রকম কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেননি বিজেপি নেতা মুকুল রায় বলে অভিযোগ। বর্তমানে নারদ মামলা যখন প্রাসঙ্গিকতা পেতে শুরু করেছে এবং মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, তখন সেই মুকুল রায়ের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগে মামলা চলছে, সেটা হলফনামায় জমা দিতে হয়। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের পক্ষ থেকে জমা দেওয়া হলফনামায় নারদার কোনো উল্লেখ নেই।” তাহলে কি এবার হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নারদ কান্ডে না ফাসলেও বিধায়ক পদ নিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন মুকুল রায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলার পর এখন এই সম্ভাবনা উস্কে উঠতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী দীপঙ্কর কুন্ডু বলেন, “এমন অভিযোগ যদি সত্যি প্রমাণ হয়, তাহলে প্রার্থীপদ খারিজ হতে পারে”।‌অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে যদি কেউ নিশ্চিত হন, তাহলে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করা যেতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী অভিক ঘটক।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নারদ কান্ড নিয়ে যখন তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, তখন মুকুল রায়কে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল‌। কিন্তু শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেলেও, সেই মুকুল রায়কে নারদ কান্ডে কোনো টাকা নিতে দেখা যায়নি। আর সেটাই তার বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার নির্বাচনে জয়ী বিজেপি বিধায়ক মুকুল রায় নির্বাচনে লড়ার সময় যে হলফনামা কমিশনের কাছে পেশ করেছেন, সেখানে নারদ কান্ড নিয়ে কোনো মামলার কথা উল্লেখ করেননি তিনি।

স্বাভাবিক ভাবেই তার বিরুদ্ধে এখন তথ্য গোপনের অভিযোগ উঠতে শুরু করেছে। যা নারদ কান্ডে তার নাম জড়ানোর থেকেও আরও অস্বস্তিকর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে যখন এই প্রশ্ন তোলা হচ্ছে, তখন কিভাবে তাকে সামাল দেন বঙ্গ বিজেপির চাণক্য তথা কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!