ফের আটকে যেতে চলেছে পৌরভোট ? মামলা ঘিরে নয়া চাঞ্চল্য! রাজনীতি রাজ্য December 28, 2021December 28, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সোমবার রাজ্যের চারটি কর্পোরেশনের নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে হাওড়া পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই এই বিষয়কে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে আপত্তি। ইতিমধ্যেই হাওড়া থেকে বালিকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে একটি আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপাল সেই বিলে সবুজ সংকেত দেয়নি। যার ফলে নানা মহলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। আর তার মাঝেই হাওড়া পৌরসভা নির্বাচনের দিনক্ষণ কেন ঘোষণা করা হল না, সেই ব্যাপারে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল একটি মামলা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, আজ এক ব্যক্তি এই ব্যাপারে হাইকোর্টে মামলা দায়ের করেন। যেখানে তিনি প্রশ্ন তোলেন যে, চার পৌর নিগমের ভোটের ঘোষণা হলেও, কেন সেখানে বাদ থেকে কাল হাওড়া পৌরসভা?যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেরই আশঙ্কা, তাহলে কি এই মামলার জেরে আবার ভোট বন্ধ হয়ে যেতে চলেছে? কি নির্দেশ দিতে চলেছে আদালত? যাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -