এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বঞ্চনার অভিযোগ, বাজেট পেশের পরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা!

ফের বঞ্চনার অভিযোগ, বাজেট পেশের পরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বঞ্চনার অভিযোগ তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার প্রতি সময় বাংলার প্রতি বিমাতৃসুলভ আচারণ করছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বুধবার রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন থেকে এই ব্যাপারে ফের আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

যেখানে 60 হাজার কোটি টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করলেন বাংলার প্রশাসনিক প্রধান। পাশাপাশি বিভিন্ন বিষয়েও বঞ্চিত রাজ্য বলেও অভিযোগ করতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য বাজেট পেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিমাতৃসুলভ আচরণের যে অভিযোগ সামনে এলো, তাতে কেন্দ্রীয় সরকার ব্যাপক চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারপরেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যকে 60 হাজার কোটি টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্র। এখনও আমরা 33 হাজার 314 কোটি টাকা পাই। এত বলার পরেও রাজ্যে জিডিপি বেড়েছে। যশের ক্ষতিপূরণ মেলেনি। রাজ্যকে বঞ্চনা করা হয়েছে।” পাশাপাশি করোনা ভাইরাসের টিকা নিয়েও বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি শুরু হয়েছে, তাতে এখনই লাগাম টানা উচিত বলেও দাবি করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বাংলা দখল করার পর এবার তৃণমূলের টার্গেট দিল্লি দখল। সেই লক্ষ্যে দলীয় সংগঠনকে সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক হোক বা রাজনৈতিক, বিভিন্ন দিক থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তাকে। আর এবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে কেন্দ্রকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!