এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা, বাড়ছে তৃতীয় ঢেউয়ের তীব্র আশংকা

ফের বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা, বাড়ছে তৃতীয় ঢেউয়ের তীব্র আশংকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কিছুদিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমনের হার নামতে শুরু করেছিল। গতকাল মঙ্গলবার যা ছিল অনেকটাই কম। তবে আজ আবার দেশের দৈনিক করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল যেখানে দেশের দৈনিক করোনা সংক্রমণ সংখ্যা ছিল ২৫ হাজার ১৬৬ জন। আজ ২৪ ঘণ্টার মধ্যে তা ৩৫ হাজার ১৭৮ জনে পৌঁছে গেল। অর্থাৎ, একদিনের মধ্যে দশ হাজারেরও বেশি আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা যথেষ্ট উদ্বেগ পূর্ণ বলে বিশেষজ্ঞ মহলের দাবি।

একদিনে ১০ হাজারেরও বেশি করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার কারণে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশের করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। করোনা রোগীর সংখ্যা কমে এলেও দৈনিক সুস্থতার হারও কমতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন ধরে দৈনিক সুস্থতার ৩ শতাংশের নিচে অবস্থান করছে। এখন দৈনিক সুস্থতার হার রয়েছে ১.৯৬ শতাংশ। তবে, করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা খুব একটা বাড়েনি। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৪৪০ জনের। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্য গুলির মধ্যে সবচেয়ে আশঙ্কাজনকভাবে সংক্রমণ বাড়ছে কেরলে। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩
জন।

আবার, এর মধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানি দেখা যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এ অবস্থায় টিকাকরণের ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের মোট ৫৫ লক্ষ ৫ হাজার ৭৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এখনো পর্যন্ত দেশের ৫৬ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!