এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের ভাঙ্গন তৃণমূলে, বিপুল সংখ্যায় অনুগামী নিয়ে দল ছাড়লেন সহ সভাপতি

ফের ভাঙ্গন তৃণমূলে, বিপুল সংখ্যায় অনুগামী নিয়ে দল ছাড়লেন সহ সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, সেইসঙ্গে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রধান প্রতিপক্ষ বিজেপিকে। এই আবহে গতকালই বড়সড় ফাটল দেখা দিল রাজ্যের শাসক দল তৃণমূলে। গতকাল পূর্ব বর্ধমানে তৃণমূল ছেড়ে বেরিয়ে এলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি, সঙ্গে নিয়ে এলেন কয়েকশো অনুগামী। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে তাঁরা সকলেই যোগদান করলেন বিজেপিতে।

গতকাল পূর্ব বর্ধমান জেলার মানকড় এলাকাতে বিজেপির এক জনসভা আয়োজিত হয়েছিল। বিজেপির পূর্ব বর্ধমান জেলার তপশিলি উপজাতি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। গতকাল বিজেপির এই সভায় উপস্থিত ছিলেন জেলার সাংসদ সুনীল কুমার মন্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, সংখ্যালঘু বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ অন্যান্যরা। গতকাল, এই সভাতেই চলল বিরাট যোগদান পর্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি সঞ্জীব সাউ, প্রাক্তন পঞ্চায়েত প্রধান কাশীনাথ চ্যাটার্জী সহ এলাকার কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ যোগদান করলেন বিজেপিতে। পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডলের নেতৃত্বে চললো এই বিরাট যোগদান পর্ব। দলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁরা যোগদান করলেন বিজেপিতে। এত সংখ্যক মানুষের বিজেপিতে যোগদানে উল্লসিত হলো বিজেপি শিবির। তাঁদের যোগদানের পর বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হলো মুখ্যমন্ত্রী সহ শাসকদল তৃণমূলকে।

গতকাল উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি নেত্রী মাফুজা খাতুন জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, মানুষ আর তাঁর সঙ্গে নেই। সে কারণে নন্দীগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন। আবার এটাও জানিয়েছেন যে, ভবানীপুরের মানুষকেও তিনি বঞ্চিত করতে চান না। আসলে রাজ্যবাসীর সঙ্গেই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, মালদহ জেলার গাজোলে দেখা দিলো তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল। মালদহ জেলার গাজোল ব্লকের যুব তৃণমূল সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবি জানালেন যুব তৃণমূল নেতৃত্বের একাংশ। তোলাবাজির অভিযোগ এনে ব্লক সভাপতিকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। তাঁর অপসারণ দাবি করে তৃণমূল জেলা নেতৃত্বকে দেয় হলো চিঠি। জেলা নেতৃত্ব বিষয়টি জানালো দলের রাজ্য নেতৃত্বকে। তবে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গাজোল ব্লকের যুব তৃণমূল সভাপতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!