এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বিজেপিকে তীব্র আক্রমণ পার্থর, জেনে নিন

ফের বিজেপিকে তীব্র আক্রমণ পার্থর, জেনে নিন


প্রিয় বন্ধু মিড়িয়া রিপোর্ট – গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্য বিরোধী দল বিজেপির নবনির্বাচিত রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে দিল্লি থেকে ভার্চুয়াল ভাবে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। গতকালের এই সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি শাসকদল তৃণমূলকে বিভিন্নভাবে অভিযুক্ত ও সমালোচিত করেছিলেন। বিজেপির রাজ্য সভাপতির একাধিক সমালোচনা ও অভিযোগের জবাব দিলেন তৃণমূল দলের মহাসচিব ও সেইসঙ্গে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গতকালের এই বিশেষ সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলার অবনতি থেকে আরম্ভ করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ জানিয়ে রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় তুলেছিলেন। এ প্রসঙ্গে তিনি রাজ্য সরকারকে ‘গরিব বিরোধী’ বলে আখ্যা দিয়েছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির এই অভিযোগের জবাবে গতকাল তৃণমূল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ” গরিব বিরোধী কারা? যাঁরা এ সব বলছেন তাঁরাই জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। রেল, ভেল, বিএসএনএলের মতো সংস্থাগুলি বিক্রি করা হচ্ছে, কর্মী সঙ্কোচন করা হচ্ছে। মানুষকে সঞ্চিত পিএফ থেকে বঞ্চিত করা হচ্ছে।”

অন্যদিকে গত মাসে বিশ্বভারতীর প্রাচীর ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজ্য শাসকদলের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপির সর্বভারতীয় এই অভিযোগের জবাবে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, ” বিজেপির রবীন্দ্রভক্তি ও বিশ্বভারতী-ভক্তি মেকি। বাংলা ভাষার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে অস্বীকার করা হত না।” এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপিই বিশ্বভারতীর অঙ্গনে হিংসার উপস্থিতি ঘটিয়েছে, ইতিপূর্বে যা ছিল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখল করবে বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি দাবি করেছিলেন। সর্বভারতীয় সভাপতির এই দাবি প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিমত, ” কারও ইচ্ছায় সরকার বদল হয় না। মানুষ নিজের অভিজ্ঞতায় সরকার বেছে নেয়। ”

এরপর বিজেপির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের গুরুতর অভিযোগ আনলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি তিনি জানালেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে যারা সোচ্চার হচ্ছে, তারাই দেশের সংবিধান ধ্বংস করেছে, হরণ করছে মানুষের অধিকার। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে তিনি জানালেন, যারা একের পর এক রাষ্ট্রীয় সংস্থার বাণিজ্যিকীকরণ করছে, তাদের মুখে আত্মনির্ভর ভারতের স্লোগান চূড়ান্তভাবে হাস্যকর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!