এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > ফের বন্যার ভ্রুকুটি রাজ্যে, পরিস্থিতি সামাল দিতে বৈঠকে প্রশাসন!

ফের বন্যার ভ্রুকুটি রাজ্যে, পরিস্থিতি সামাল দিতে বৈঠকে প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভয়াবহ দুর্যোগ শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। প্রাক বর্ষার বৃষ্টিতে বিভিন্ন জায়গা জলমগ্ন হতে শুরু করেছে। কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমে গিয়েছে। তবে বর্ষা আসলেই সব থেকে বেশি চিন্তিত হতে দেখা যায় উপকূলবর্তী এলাকার মানুষদের। এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, উদয়নারায়নপুর সহ বিভিন্ন এলাকার মানুষরা আতঙ্কের প্রমাদ গুনছে শুরু করেন। কেননা অতীতের নানা বন্যার অভিজ্ঞতা রয়েছে তাদের।

আর এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়ে উদয়নারায়নপুর এবং আমতার মানুষদের জন্য দেখা দিল চিন্তা। জানা গেছে, ইতিমধ্যেই ডিভিসির পক্ষ থেকে প্রায় দুই দিনে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর তার ফলে এই দুই এলাকা ব্যাপক বন্যায় ভাসতে পারে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ার পরই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

সূত্রের খবর, ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ার পরই শনিবার উদয়নারায়নপুরের বিডিও অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জেলাশাসক, পুলিশ সুপার সহ উদয়নারায়নপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা উপস্থিত ছিলেন। আর সেখানেই বন্যা আটকানোর জন্য কি কি করা যায়, তার জন্য নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সমীর পাঁজা বলেন, “ইতিমধ্যেই মাইকিং করা হচ্ছে। সকলকে নিরাপদে রাখা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। 12 টি ফ্লাড সেন্টারকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে গ্রামবাসীরা ওখানে থাকতে পারেন। শুকনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে।” অর্থ্যাৎ পূর্ব অভিজ্ঞতা নিয়ে এখন থেকেই সমস্ত দিক সামাল দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে নিম্নচাপের বৃষ্টি এবং তার মধ্যে বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। আর তার মাঝেই গোদের ওপর বিষফোঁড়া হিসেবে ডিভিসির পক্ষ থেকে জল ছাড়া হচ্ছে। স্বাভাবিক ভাবেই এর ফলে বন্যার আবহ তৈরি হয়েছে। তাই তাকে কেন্দ্র করে এখন থেকেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কেননা একদিকে করোনা ভাইরাস রয়েছে। সামাজিক দূরত্ব পালন করে সমস্ত রকম বিধি মেনে চলতে হচ্ছে সকলকে। আর তার মধ্যে যদি এই বন্যা চলে আসে, তাহলে সাধারন মানুষকে কোথায় জায়গা দেওয়া যাবে, সেটাই বড় প্রশ্ন। তাই এই পরিস্থিতিতে ফ্লাড সেন্টার তৈরি থেকে শুরু করে শুকনো খাবার মজুত করা, সমস্ত কিছু আগেভাগেই সেরে রাখতে চাইছে প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!