এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বড় ইস্যু নিয়ে ময়দানে নামতে চলেছে তৃণমূল, অস্বস্তিতে রাজ্য সরকার !

ফের বড় ইস্যু নিয়ে ময়দানে নামতে চলেছে তৃণমূল, অস্বস্তিতে রাজ্য সরকার !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমাগত লড়াই দিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে সেখানকার শাসক দল বিজেপির ওপর চাপ বাড়াতে আবার নয়া পদক্ষেপ এই ঘাসফুল শিবির যেখানে সোমবার একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

যে আন্দোলনের পর ত্রিপুরার মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে খবর। যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি।সূত্রের খবর, আগামীকাল 15 দফা দাবি নিয়ে ত্রিপুরায় আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। যেখানে মুখ্যসচিবের কাছে তারা তাদের ডেপুটেশন জমা দেবে। ইতিমধ্যেই তৃণমূলের এই আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আগামীকাল এই আন্দোলনের ফলে পুলিশ প্রশাসন যে অতি সক্রিয় হয়ে উঠবে, সেই ব্যাপারে নিশ্চিত ঘাসফুল শিবির। তবে তৃণমূলের এই আন্দোলন যে কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে ত্রিপুরার বিজেপি সরকারকে, তাতে দ্বিমত নেই বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!