এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বড় উইকেট পড়তে চলেছে তৃণমূলের? বিজেপিতে যোগদানের পথে হিরণ! বাড়ছে জল্পনা!

ফের বড় উইকেট পড়তে চলেছে তৃণমূলের? বিজেপিতে যোগদানের পথে হিরণ! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতা থেকে শুরু করে অভিনেতা, সকলেই যেন এখন পদ্মফুলের পতাকার দিকে বেশি মনোযোগী হতে শুরু করেছেন। অনেকে বলছেন, এ আসলে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। গত 2011 সালের আগে একইভাবে টলিউডের বিশিষ্ট মানুষজন থেকে শুরু করে হেভিওয়েট নেতারা যোগ দিতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসে। তারপর সকলের সমর্থন নিয়ে 2011 সালে বামেদের ক্ষমতাচ্যুত করে রাজ্যে ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেস।

তবে এবার সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি। একইভাবে যেভাবে এক সময় তৃণমূল টলিউড থেকে শুরু করে বিশিষ্টজনৈদের নিজেদের দিকে নিয়ে এসেছিল, সেই একই কাজে এখন মনোযোগী হয়ে উঠেছে গেরুয়া শিবির। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে যশ দাশগুপ্ত, টলিউডের একঝাঁক তারকা ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন। বেসুরো মন্তব্য করতে শুরু করেছেন তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

আর এই পরিস্থিতিতে কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করে তৃণমূলের পক্ষে থাকা বিশিষ্ট অভিনেতা হিরন কি এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে? বিশেষ সূত্র মারফত খবর, আজ বিজেপির কাকদ্বীপের সভা থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেবেন বাংলা সিনেমা জগতের হেভিওয়েট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যা এযাবৎকালের তৃণমূলের কাছে বড় চাপের কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু জনপ্রিয় মুখ রয়েছেন, যারা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। যার মধ্যে হিরণ চট্টোপাধ্যায় অন্যতম। কলেজ জীবন থেকে বিগত বাম সরকারের আমলেও তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সদস্য ছিলেন। পরবর্তীতে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এই অভিনেতা। ফলে এমন একজন জনপ্রিয় মুখ যদি বিজেপিতে যোগদান করে, তাহলে তৃণমূলের নাভিশ্বাস যে কিছুটা হলেও বাড়বে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূলের ভেতরের সমস্যা যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তা এই ঘটনা থেকেই পরিষ্কার। হয়ত বা হিরণ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের পক্ষ থেকে আবার তাকে মীরজাফর বা গুরুত্বহীন বলে কটাক্ষ করা হবে। কিন্তু একথা সত্যি যে, একের পর এক নেতা এমনি এমনি তো দলত্যাগ করবেন না!

তাহলে নিশ্চয়ই দলের ভেতরে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণে প্রথম দিনকার তৃনমূলের বিশিষ্টজন থেকে শুরু করে হেভিওয়েট নেতারা এখন বিজেপিতে নাম লেখাতে শুরু করেছেন বলেই দাবি করছেন একাংশ। এখন হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যদি সত্যি হয়, তাহলে বাংলা টলিউডের একটা বিরাট অবশ্য যে এবার বিজেপিমুখী হয়ে গেল তা কার্যত পরিষ্কার হয়ে যাবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন হিরণ চট্টোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!