এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বড়সড় বিপাকে মদন মিত্র, ছেলের পর এবার এঁকে তলব ইডির

ফের বড়সড় বিপাকে মদন মিত্র, ছেলের পর এবার এঁকে তলব ইডির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলছে বাংলার বিধানসভা নির্বাচন। আর সেই সময় একের পর এক তৃণমূল কংগ্রেসের রাঘববোয়াল নেতাদের তদন্তের মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বড় ছেলেকে জেরা করার জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর এবার ষষ্ঠ দফার নির্বাচনের আগে বড়সড় অস্বস্তি তৈরি হল তৃণমূল নেতা তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের। জানা গেছে, এবার ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে মদন মিত্রের আপ্ত সহায়ককে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, সারদাকাণ্ডের জন্য রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের আত্মসহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে। বলা বাহুল্য, এই মদন মিত্র যখন পরিবহন মন্ত্রী ছিলেন, তখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। আর সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তার আত্মসহায়ককে জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছিল। আর এবার তাকে আবার জেরা করার ঘটনায় রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়ল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মধ্যে এভাবে প্রাক্তন পরিবহণমন্ত্রীর আত্মসহায়ককে ডেকে পাঠানো নিঃসন্দেহে তৃণমূলের কাছে বিড়ম্বনার কারণ। একাংশ বলতে শুরু করেছেন, নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে প্রতিহিংসাপরায়ন আচরণ করা হয়েছে।

আর সেই কারণেই বেছে বেছে তৃণমূল নেতাদের এবং তাদের ঘনিষ্ঠজনদের জেরা করবার জন্য ডেকে পাঠানো হচ্ছে। তবে ভয় দেখিয়ে লাভের লাভ কিছুই হবে না। তবে এই ঘটনায় শাসক দলের পক্ষ থেকে বা শাসকদল ঘনিষ্ঠ মহল থেকে যে কথাই বলা হোক না কেন, তৃণমূল এবং মদন মিত্র যে এই গোটা ঘটনায় ইস্যুতে যথেষ্ট ব্যাকফুটে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!