এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বড়সড় দলবদল, ত্রিপুরায় ব্যাপক চাপে পড়তে চলেছে বিজেপি! তুঙ্গে জল্পনা!

ফের বড়সড় দলবদল, ত্রিপুরায় ব্যাপক চাপে পড়তে চলেছে বিজেপি! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকদিন ধরেই ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। বিজেপি নেতৃত্বের সঙ্গে ক্রমাগত তার দূরত্ব বাড়তে শুরু করে। কিন্তু তিনি বিজেপি ত্যাগ করার মত সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত জানাননি। আর এই পরিস্থিতিতে এবার সেই সুদীপ রায় বর্মনের একটি মন্তব্যকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের ব্যাপক ভাঙ্গনের ইঙ্গিত পেতে শুরু করল রাজনৈতিক মহল। যার জেরে চাপে পড়তে পারে গেরুয়া শিবির বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন সুদীপ রায় বর্মন আগামী বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে লড়াই করবেন না বলে জানিয়ে দেন। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে আশঙ্কা। অনেকেই বলছেন, বিজেপির সঙ্গে এবার যে সম্পর্ক ছিন্ন করবেন সুদীপ রায় বর্মন, তা একপ্রকার পরিষ্কার। তবে তিনি বিজেপি ত্যাগ করলে কোন দলে যোগদান করবেন, তা নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে।

অনেকেই বলছেন, সুদীপ রায় বর্মন এবার যোগদান করতে পারেন হাত শিবিরে। পরবর্তীতে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে লড়াই করতে পারেন। আর সেই কারণেই আগেভাগেই তার এই মন্তব্য যে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিতকেই স্পষ্ট করল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী দিনে কি সিদ্ধান্ত নেন সুদীপবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!