এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ফের বড়োসড়ো ভাঙ্গনের মুখে হাত শিবির, তৃণমূলে যোগ দিতে চলেছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই নেতা

ফের বড়োসড়ো ভাঙ্গনের মুখে হাত শিবির, তৃণমূলে যোগ দিতে চলেছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃণমূলে যোগদান করতে চলেছেন কীর্তি আজাদ, এমন একটা জল্পনা সরগরম করে রেখেছে জাতীয় রাজনীতিকে। তবে, এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, আজ তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ার। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর ব্রিগেডে তিনি যোগদান করবেন। একসময় তিনি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাই তাঁর তৃণমূলে যোগদান যথেষ্ট রকম বড়সড় ধাক্কা হাত শিবিরের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একসময় রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কংগ্রেস নেতা অশোক তনওয়ার। তবে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে তাঁর বেশ কিছু বিষয়ে মতান্তর দেখা দেয়। বিধানসভা ভোটের টিকিট নিয়ে তাঁদের মধ্যে বিরোধ আরও বাড়ে। বিরোধের কারণে শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে দেন তিনি। এরপর দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টিতে তিনি যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছিল।

তবে, শেষ পর্যন্ত তা হয় নি। তিনি নতুন কোন দল খুলতে পারেন, এমন জল্পনাও উঠে আসে। জানা যাচ্ছে, আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে যোগদান করবেন তিনি। আর আজকের দিনেই তিনি যোগদান করতে পারেন ঘাসফুল শিবিরে। তাই সবকিছু নিয়ে একেবারে টান টান উত্তেজনা রয়েছে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বিগ্রেডকে কেন্দ্র করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!