এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের সিবিআই তলব অনুব্রতকে ,চাপে শাসকদল !জেনে নিন কারণ

ফের সিবিআই তলব অনুব্রতকে ,চাপে শাসকদল !জেনে নিন কারণ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিবিআই তদন্তে জেরবার শাসকদলের কিছু হেভিওয়েট নেতারা,  কখনো এসএসসি মামলা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা মামলা আবার গরু পাচার মামলা প্রতিটি মামলায় সিবিআই তদন্তের ভারে ক্রমাগত চাপ বাড়ছে  শাসক দলের  নেতাদের ।  ইতিমধ্যে গরু পাচার মামলার কারণে হাজিরা দিতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল কে ।  আর এর  মধ্যেই কিছু দিন পার হতে না হতেই  আবারো অনুব্রতকে সিবিআই দপ্তর হাজিরার নির্দেশ দিল নতুন করে ভোট পরবর্তী হিংসা  মামলায় ।

জানা যাচ্ছে  এবার একুশে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা মামলার  ভোটের ফল প্রকাশে পরে ইসলাম বাজারে বিজেপি কর্মী কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে এসেছিল আর সেই ঘটনায় মৃত্যু হয়  বিজেপি কর্মী গৌরব সরকাররের  যে ঘটনায় ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে সিবিআই  । তবে  বেশ কিছু তদন্ত তাগিদে এই মামলায় অনুব্রত মণ্ডলের নাম পান সিবিআই আধিকারিকরা তারপরে দু-দুবার তাকে জেরা করতে চেয়ে তলব করা হয় কিন্তু তা এড়িয়ে গিয়েছেন তিনি।

সূত্রের খবর জানা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যে এ পর্যন্ত 24 জনের বিরুদ্ধে এফআইআর  রয়েছে  যদিও এই এফআইআর-এ অনুব্রত মণ্ডলের নাম নেই তবে বীরভূমের ইলামবাজারের ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার ঘটনায়  জন্য সিবিআই দপ্তরে আগামী মঙ্গলবার দুপুর একটায় সিজিও কম্প্লেক্স হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে সূত্রের খবর এ জানা যাচ্ছে যে শারিরীক অসুস্থতার কারনের তিনি বিশ্রামে র‍য়েছেন । তবে এখন তিনি নতুন করে আবার এই মামলায় তদন্তকারী আধিকারীকদের সঙ্গে দেখা করেন কি না সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!