এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের সিবিআই তলব ! নথি জমা পড়তেই সিবিআইয়ের নতুন ছকে অনুব্রত !

ফের সিবিআই তলব ! নথি জমা পড়তেই সিবিআইয়ের নতুন ছকে অনুব্রত !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সিবিআইয়ের বার বার তলবের মধ্যে অস্বস্তি ক্রমেই বাড়ছে অনুব্রত মণ্ডলের কিছুদিন আগে সিবিআই দফতরে ঢোকার সময় দেখা গিয়েছিল বুকে হাত দিয়ে অন্যের কাঁধে ভর দিয়ে ঢুকছেন। তবে গত বুধবার সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ থাকা সত্ত্বেও সেদিন তিনি আবারো হাজিরা এড়িয়ে গিয়েছেন কিন্তু বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল তাঁর আইনজীবীকে পাঠিয়েছিলেন সিবিআই দপ্তরে । তবে এদিন তাঁর আইনজীবী সিবিআই দপ্তরে গিয়ে তাঁর আয়কর রিটার্ন সংক্রান্ত নথি সহ যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্টও জমা দিয়েছেন বলে জানা গেছে সূত্রের খবর অনুযায়ী ।

প্রসঙ্গ  উল্লেখ্য  গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক দাবি করেছে তাঁর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল অনুব্রতর মূলত সেই কারণেই যে  সিআরপিসির ৯১ নম্বর ধারা অনুযায়ী অনুব্রত মণ্ডলকে একটি নোটিস পাঠানো হয়েছিল ।  তাতে পাঁচ বছরের আয়কর রিটার্ন, সম্পত্তির তালিকা, কোথায় কী স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে এবং তাঁর যে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলির তথ্য চাওয়া হয় । কিন্তু এদিন সেই নথি হাতে পেতেই কেন্দ্রীয় গোয়েন্দারা ফের তলব করলেন অনুব্রত মণ্ডলকে। শুক্রবার আবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে বীরভূমের তৃণমূল নেতাকে এমনটা জানা যাচ্ছে । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে সকলেই ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!