এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের চিটফান্ডের আতঙ্ক, পরিস্থিতি সামলাতে বড় বার্তা মমতার, জেনে নিন!

ফের চিটফান্ডের আতঙ্ক, পরিস্থিতি সামলাতে বড় বার্তা মমতার, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সারদা কাণ্ডের তিক্ত স্মৃতি এখনও পর্যন্ত ভুলতে পারেননি সর্বস্ম খোয়ানো সাধারণ মানুষজন। ভোলা যায়নি রোজভ্যালির মত চিটফান্ডের দাপট। তবে বর্তমান সময়ে আবার নতুন করে সেই চিটফান্ডের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। আর যদি সেই চিটফান্ডে প্ররোচিত হয়ে সাধারণ মানুষ আবার টাকা রাখেন এবং সেই টাকা খোয়া যায়, তাহলে সরকারের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তৈরি হতে পারে।

তাই এই পরিস্থিতিতে চিটফান্ডের আতঙ্ক সামনে আসতেই গোটা ব্যাপারে সতর্কবার্তা দিতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে আগেভাগে সাধারণ মানুষকে সচেতন করলেন তিনি। অর্থাৎ পরবর্তীতে গোটা বিষয়টিতে সরকারের দিকে যাতে কোনো প্রশ্ন তোলা না হয় এবং সাধারন মানুষ যাতে চিটফান্ডগুলোতে টাকা রেখে সর্বস্বান্ত না হন, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আগাম সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে চিটফান্ড নিয়ে সতর্ক বার্তা দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি বলেন, “আজ চিটফান্ডের নামে অনেকেই গ্রাম-গঞ্জ থেকে টাকা তুলছে। কেন তাদের টাকা দিচ্ছেন! বারবার বলছি, টাকা দেবেন না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে টাকা রাখুন। কেন টাকা চিটফান্ডের রাখবেন? চিটফান্ডের নামে করে খাচ্ছে। তারা খাবে, লুটপাট করবে, এছাড়া কয়েকটা ছবি তুলে প্রভাব খাটাবে জগতকে। আর আমি পুলিশকে বলব, এমন ধরনের গজিয়ে ওঠা কোনো অফিস, এমন ধরনের গজিয়ে ওঠা মাতব্বর সমাজে উঠলে তারা যেন খতিয়ে দেখে। এটা গুরুতর অন্যায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, এর আগে সারদা কাণ্ডের সময় প্রচুর মানুষ সর্বস্বান্ত হয়েছিলেন। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়েছিল। তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই রোজভ্যালি কাণ্ডেও এরকম নানা ঘটনা সামনে আসে। তাই এই পরিস্থিতিতে যাতে চিটফান্ডের আতঙ্ক ছড়িয়ে পড়তেই সকলকে সচেতন করা যায়, তার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে যদি চিটফান্ড নিয়ে আবার বড় কোনো ঘটনা সামনে আসে, তাহলে সরকারের উপর চাপ আরও বাড়বে। এক্ষেত্রে দুর্নীতির ঘটনায় আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে বিরোধীরা। তাই প্রথম থেকেই এই ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চাইছেন বাংলার প্রশাসনিক প্রধান।

এক্ষেত্রে চিটফান্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ার সাথে সাথেই সাধারণ মানুষকে ব্যাংকে টাকা রাখার পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি এই ব্যাপারে যাতে কোথাও কোনো দুর্নীতি না হয়, তার জন্য এখন থেকে পুলিশ প্রশাসনকে সচেতন থাকার বার্তা দিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে চিটফান্ডের আতঙ্ক ছড়িয়ে পড়তেই তা দমানোর জন্য উদ্যোগ গ্রহণ করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!