এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে সংক্রমণ ও মৃত্যু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কিছুদিন ধরেই করোনা সংক্রমনের তীব্রতা বাড়ছে দেশজুড়ে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। করোনাতে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। তুলনায় করোনা থেকে দৈনিক সুস্থতার পরিমাণও হ্রাস পেয়েছে। সম্প্রতি সবচেয়ে দুরবস্থা হলো মহারাষ্ট্রের। আবার, নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার সংক্রমণ। গতকাল রাজ্যের সমস্ত জেলার ডিএম, এসপির সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের উচ্চ পর্যায়ের বৈঠক চলে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ১৯৯ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯ হাজার ৭৮৫ জন। সম্প্রতি করোনার সংক্রমণ যেমন তীব্রগতিতে বাড়ছে, তেমনি করোনা থেকে দৈনিক সুস্থতার পরিমাণও ক্রমশ কমে আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭ জন। মহারাষ্ট্র ছাড়াও দেশের আরও পাঁচটি রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে
তীব্রভাবে। এই পরিস্থিতিতে বেশ কিছু স্থানে লকডাউন ঘোষণা করা হয়েছে। তেমনি কিছু স্থানে চলছে নাইট কারফিউ। মহারাষ্ট্রের বেশ কিছু স্থানে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবার, ভোটের মুখে পশ্চিমবঙ্গতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এ কারণে গতকাল রাজ্যের সমস্ত জেলার ডিএম, এসপিদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের উচ্চ পর্যায়ের এক বৈঠক চলে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও এই বৈঠকে যোগদান করেছিলেন। এই বৈঠকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, মাস্ক পরিধান ও দ্রুত করোনার টিকা করনের নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে করোনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধির নির্দেশও দেয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!