এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের চোখ রাঙাচ্ছে করোনা, উদ্বেগ বাড়ছে রাজ্যে!

ফের চোখ রাঙাচ্ছে করোনা, উদ্বেগ বাড়ছে রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দ্বিতীয় ঢেউকে যখন মোকাবিলা করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সকলে, তখন কি এবার তৃতীয় ঢেউ আবার মাথাচাড়া দিতে শুরু করেছে? এবার কি করোনা ভাইরাসের তৃতীয় ধাপের সঙ্গে লড়াই করতে হবে পশ্চিমবঙ্গকে? প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দ্বিতীয় ঢেউ চললেও তাকে অনেকটাই আটকে দেওয়া সম্ভব হয়েছে. বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ লাগু করার কারণে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছিল। কিন্তু এখন আবার করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে গোটা বাংলা জুড়ে। যার জেরে চিন্তা ক্রমশ বাড়ছে রাজ্য সরকার থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে।.

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, করোনা ভাইরাসে দৈনিক আক্রমণের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, গত 24 ঘন্টায় গোটা রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 749 জন ব্যক্তি। যার ফলে আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। এদিন প্রায় 15 জন ব্যাক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। জোরকদমে প্রস্তুতি নিতে শুরু করেছেন সকলে। কিন্তু তার মাঝেই করোনা ভাইরাস মাথাচাড়া দিতে শুরু করেছে। যার ফলে চিন্তা বাড়তে শুরু করেছে আমজনতার মধ্যে। এখন থেকেই পরিস্থিতির মোকাবিলা করা উচিত বলেই মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!