এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল, উপনির্বাচন করতে নাছোড়বান্দা মমতা শিবির!

ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল, উপনির্বাচন করতে নাছোড়বান্দা মমতা শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এর আগেও একাধিকবার দ্রুত যাতে পশ্চিমবঙ্গের বাকি থাকা বিধানসভা কেন্দ্রের নির্বাচন করানো হয়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এখন কোনোমতেই উপনির্বাচন করা সমীচীন হবে না। অর্থাৎ বিজেপি এই যুক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে চাপে রাখার পথে হেঁটেছে বলেই মনে করছেন একাংশ। তবে কোনোমতেই এই উপ নির্বাচন প্রক্রিয়া যাতে পিছিয়ে না যায়, তার জন্য রীতিমতো মরিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে আজ আবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। স্বভাবতই আজ তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই সাক্ষাতকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার বিকেল তিনটে পনেরো নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। যেখানে থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র, জহর সরকারের মত হেভিওয়েটরা। বলা বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে যদি বাংলার বাকি থাকা বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচন না করানো হয়, তাহলে সবথেকে বেশি অসুবিধা হবে তৃণমূলের। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেও, এখনও পর্যন্ত তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। তাই মুখ্যমন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে তাঁকে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে। তা না হলে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে উপনির্বাচন করানো হয়, তার জন্য এখন রীতিমতো মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যার কারনে মাঝেমধ্যেই কমিশনের দ্বারস্থ হতে দেখা যাচ্ছে তাদের। তবে পাল্টা এই উপনির্বাচনকে আটকে দিতে কৌশল অবলম্বন করছে ভারতীয় জনতা পার্টি। আর তার মাঝেই আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলায় যে উপনির্বাচন করা অত্যন্ত জরুরি এবং তার সব রকম পরিস্থিতি যে তৈরি রয়েছে, তার যুক্তি দিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের এই প্রতিনিধিদের সাক্ষাৎ বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, দ্রুত উপনির্বাচন করিয়ে নিয়ে নিশ্চিন্ত হতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই সেই কারণে আবারও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তারা। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে আজ নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হয়ে বাংলার বাকি থাকা বিধানসভা উপনির্বাচন করানোর ব্যাপারে যুক্তি দেওয়া হবে। তবে অতীতেও তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার এই ব্যাপারে কমিশনের দ্বারস্থ হওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। তাই এবারে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস কমিশনের দ্বারস্থ হয়ে নিজেদের দাবি আদায়ে কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!