এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের করোনার গ্রাসে রাজ্য, সতর্কতার সাবধানবাণী! জেনে নিন!

ফের করোনার গ্রাসে রাজ্য, সতর্কতার সাবধানবাণী! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে। ইতিমধ্যেই চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর এই পরিস্থিতিতে দিনকে দিন বাংলায় বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে বিশেষজ্ঞরা ফের সতর্ক হওয়ার বার্তা দিতে শুরু করেছেন।

সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় রাজ্যে 3029 জন ব্যক্তি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। স্বভাবতই এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে সকলকে সামাজিক দূরত্ব পালন করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান করা অত্যন্ত প্রয়োজন বলেও জানিয়েছেন তারা। শুধু তাই নয়, টিকাকরনের ওপরেও জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। সব মিলিয়ে বাংলায় নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা ভাইরাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!