এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের দিল্লি সফরে রাজ্যপাল, কারণ ঘিরে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ!

ফের দিল্লি সফরে রাজ্যপাল, কারণ ঘিরে ধোঁয়াশা, বাড়ছে উদ্বেগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের বর্তমান সাংবিধানিক প্রধান জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা বহুবার প্রমাণিত হয়েছে। তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আইন-শৃঙ্খলা থেকে শুরু করে স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে আরও বেশি করে খড়গহস্ত হতে দেখা গিয়েছে সাংবিধানিক প্রধানকে। এমনকি রাজ্যের বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়ে বিরোধী দলনেতা সহ বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করার পর দিল্লি সফরে গিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এক্ষেত্রে রাজ্যের বিষয়ে অভিযোগ করে যে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যকে আরও চাপে ফেলতে চাইছেন, তা তৃণমূল নেতাদের কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল।

এক্ষেত্রে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল ঠিকমত আচরণ করছেন না। এক্ষেত্রে তিনি বিজেপির কথা মত কাজ করছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে সম্প্রতি রাজ্যপালের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদের সেই সাক্ষাৎ নিয়ে এমনিতেই জল্পনা তৈরি হয়। আর তারপরেই এবার দিল্লি সফর করতে দেখা গেল রাজ্যপাল জাগদীপ ধনকারকে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর রাজ্যপালের এই দিল্লি সফরকে ঘিরে এখন নানা মহলে আশা-আশঙ্কার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সরাসরি রাজ্যপালের দিল্লি সফরের পেছনে দুটো কারণ থাকতে পারে। একদিকে মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে বা সরকারের বিভিন্ন বিষয়ে দোষ ত্রুটির কথা তুলে ধরে কেন্দ্রের কাছে আবার অভিযোগ জানাতে যেতে পারেন রাজ্যপাল। আর তা যদি না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর বার্তা কেন্দ্রের কাছে পৌঁছে দিতেই রাজ্যপালের এই দিল্লি সফর বলে মনে করছেন একাংশ। সেদিক থেকে রাজ্য বিজেপির অনেকে রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে কিছুটা হলেও আশঙ্কার মধ্যে রয়েছেন। সেদিক থেকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ব্যাপারে নমনীয় মনোভাব পোষণ করে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হন এবং রাজ্যের উন্নতি সাধনে সরকারের সঙ্গে সমন্বয় যাতে বজায় রাখা হয়, সেই বার্তা কেন্দ্রীয় সরকারের কাছে রাখেন, তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি যথেষ্ট চাপের মুখে পড়ে যাবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যপালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সম্প্রতি সেই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ তৃণমূলের কাছেও গুঞ্জনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেকে বলতে শুরু করেছিলেন, বিধান পরিষদ গঠনের আগে সেই ব্যাপারে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের একাংশের এই যুক্তি যদি বাস্তব হয়, তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পড়ে তার সেই বক্তব্য কি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্যই দিল্লি চলে গেলেন রাজ্যপাল?

তাহলে কি সরকারের সঙ্গে আর বিরোধিতা নয়, এবার পশ্চিমবঙ্গের উন্নতি সাধনের সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলতে কেন্দ্রের কাছে বার্তা দিতে চাইলেন পশ্চিমবঙ্গের বর্তমান সাংবিধানিক প্রধান? ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে অনেকে বলছেন, রাজ্যপাল পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে হিংসার ঘটনা নিয়ে হয়ত বা কেন্দ্রের দ্বারস্থ হতে পারেন। সব মিলিয়ে রাজ্যপালের দিল্লি সফর গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!