এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের বদলার হুঁশিয়ারি দিলীপের গলায়! নির্বাচনের আগে কু-কথার বন্যা!

ফের বদলার হুঁশিয়ারি দিলীপের গলায়! নির্বাচনের আগে কু-কথার বন্যা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনিতেই বিতর্কিত মন্তব্যের দিক থেকে তিনি খবরের শিরোনামে রয়েছেন। প্রায়শই এমন কিছু মন্তব্য করতে দেখা যায় তাকে, যার ফলে বিরোধীদের হাতে যেমন হাতিয়ার এসে যায়, ঠিক তেমনই দ্বিগুনভাবে অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি। তবে নির্বাচনের আগে যাতে কেউ কোনো বেলাগাম মন্তব্য না করেন, তার জন্য বারবার প্রতিটি রাজনৈতিক দলের হাই কমান্ডের পক্ষ থেকে নেতাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। কিন্তু তার পরেও অনেককেই শোধরাতে দেখা যাচ্ছে না।

এবার ফের পরিবর্তন যাত্রা কর্মসূচিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যেখানে সরাসরি বদলার কথা শোনা গেল তার গলায়। মায়েদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে ছেলেদের সাবধান করার বাণী শোনালেন তিনি। সূত্রের খবর, আজ পরিবর্তন যাত্রা উপলক্ষে রথ দাসপুর বাজার, মেছোগ্রাম হয়ে ডেবরা বাজারে একটি সভা করার কথা ছিল ভারতীয় জনতা পার্টির। কিন্তু তার আগে কেশপুরে একটি সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখান থেকেই বেলাগাম মন্তব্য করতে দেখা যায় তাকে।

তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মায়েদের বলছি ছেলেদের সাবধান করুন। যদি ছেলেদের মুখ দেখতে চান, তাহলে শান্ত হতে বলুন। না হলে কিন্তু ওর মুখ দেখতে পাবেন না। শুনে রাখুন, এবারের নির্বাচনে বদল হবে। তারপর বদলাও হবে। সব কিছুর হিসাব হবে। উসুল হবে। পরিবর্তন যাত্রা আটকাতে এলে তাদের বুকের হাড় ভেঙে দেব।” আর বিরোধী দলের প্রধান সেনাপতি তথা একজন জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের মন্তব্য আসায় এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেরই প্রশ্ন, কেন বারবার সতর্ক করার পরেও দিলীপ ঘোষের মত নেতারা এরকম বেলাগাম মন্তব্য করা থেকে বিরত থাকছেন না! এরফলে তো সব থেকে বেশি সমস্যা হলে তার দল ভারতীয় জনতা পার্টির হবে! কেননা বিজেপি এখন তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ করছে যে, শাসক দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ আসছে। তাই রাজ্যে তাদেরকে ক্ষমতায় আনা হলে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি।

কিন্তু এখন থেকেই যেভাবে বদলার কথা শোনা যাচ্ছে বিরোধী দলের প্রধান সেনাপতির গলায়, তাতে মানুষ কিভাবে তাদের প্রতি আস্থা রাখবে, তা নিয়ে রীতিমত প্রশ্ন তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।অনেকে বলছেন, নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে, ততই এই রকম ঘটনা আরও বাড়তে শুরু করবে। বিরোধী থেকে শুরু করে শাসকদলের নেতারা এখন স্বাবলীল ভাষায় এমন কিছু মন্তব্য করছেন, যা সত্যিই মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আক্রমণ করতে গিয়ে তা অনেক ক্ষেত্রেই শালীনতার মাত্রা অতিক্রম করছে।

তবে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দেয়, সেই বিজেপি নেতারা ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে প্রতিহিংসার কথা শোনান, তাহলে ক্ষমতায় এলে তারা কি করবেন, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে একাংশের মধ্যে। সব মিলিয়ে এবার পরিবর্তন যাত্রা নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি নিঃসন্দেহে বিতর্ক বাড়িয়ে দিয়েছে রাজ্য জুড়ে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!