এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের দলবদলের গুঞ্জন, মমতার ভূয়সী প্রশংসা করে জল্পনা বাড়িয়ে দিলেন সব্যসাচী!

ফের দলবদলের গুঞ্জন, মমতার ভূয়সী প্রশংসা করে জল্পনা বাড়িয়ে দিলেন সব্যসাচী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   এক সময় তাকে নিয়ে বিস্তর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। বিজেপি নেতা মুকুল রায়ের তার বাড়িতে গিয়ে লুচি-আলুরদম খাওয়াকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূলের প্রাক্তন নেতা সব্যসাচী দত্ত। পরবর্তীতে তার গতিবিধিকে নিয়ে বিস্তর জল্পনা তৈরি হওয়ার পর তিনি তৃণমূলে থাকবেন, নাকি বিজেপিতে যোগ দেবেন, তা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।

অবশেষে জল্পনা মতই মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান সেই সব্যসাচী দত্ত। আর শিবির বদল করার পর থেকেই নিজের প্রাক্তন দল এবং প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করতে থাকেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুজিত বসুর বিরুদ্ধে বিজেপি তাকে বিধাননগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছিল। কিন্তু সেখানে জয়লাভ করতে পারেনি সব্যসাচী দত্ত।

তারপর সেভাবে তাকে বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে বিজেপির একাধিক নেতাকে নিয়ে যখন জল্পনা বাড়ছে, ঠিক তখনই একটি মন্তব্য করে গুঞ্জন বাড়িয়ে দিলেন সব্যসাচীবাবু। যেখানে মমতা বন্দোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল তাকে। যার জেরে একাংশ বলছেন সোনালী গুহ থেকে শুরু করে অমল আচার্য, সরলা মূর্মু থেকে শুরু করে বাচ্চা হাসদারা যে পথে হাঁটছেন, সেই একই পথে হয়ত বা হাঁটার পরিকল্পনা করছেন সব্যসাচী দত্ত। আর সেই কারণেই তার এই মন্তব্য।

সূত্রের খবর, এদিন সব্যসাচী দত্ত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে বড়। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার খারাপ হয়নি। আর ওনার রাজনৈতিক ম্যাচিউরিটির সঙ্গে আমার কোনো তুলনা চলে না। ওনার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই।” আর বিজেপি নেতার এই মন্তব্যে শুরু হয়েছে জল্পনা। এতদিন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গেই প্রতিযোগিতা করে আসলেন সব্যসাচী দত্ত। তাহলে হঠাৎ করে তার এই সুর বদল কেন?

একাংশ বলছেন, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই সমস্ত নেতা নেত্রীরা চেয়েছিলেন, যাতে বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। যার কারণে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর তারা অত্যন্ত চাপে পড়ে গিয়েছে। তাই তারা আবার তাদের পুরনো দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা তৈরি করার চেষ্টা করছেন। এতদিন বিধানসভা ভোটের মরসুমে বা তার আগে বিজেপিতে যোগদান করার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে লাগাতার কটাক্ষ করতেন এই সব্যসাচী দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর সেভাবে বিজেপির কোনো বৈঠক বা দলীয় কার্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি তাকে। এমনিতেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল‌। আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই বলে যেভাবে তৃণমূল নেত্রীর প্রশংসা করলেন এই বিজেপি নেতা, তাতে তার দলবদলের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

তবে তাকে নিয়ে যতই জল্পনা হোক না কেন, তিনি যে বিজেপিতেই থাকছেন, সেকথা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন সব্যসাচী দত্ত। তবে সব্যসাচীবাবুর এই মন্তব্যে ভরসা নেই বিশেষজ্ঞদের। কেননা এর আগে যখন মুকুল রায় তার বাড়িতে আলুর দম এবং লুচি খেতে গিয়েছিলেন, এবং তারপর তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তখন সম্পূর্ণরূপে তা নাকচ করে দিয়েছিলেন তৎকালীন এই তৃণমূল নেতা।

পরবর্তীতে রীতিমত ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূলেই থাকছেন বলে জানিয়ে দিয়েছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু তারপর তাকে বিজেপিতে যোগদান করতে দেখা গেছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি যতই বলুন বিজেপির সঙ্গে থাকবেন, পরবর্তীতে তার রাজনৈতিক গতিপ্রকৃতি কি হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!