এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘ডিসেম্বরের পর শুরু হবে পাল্টা মার’, হুঁশিয়ারি দিলীপের, ফের বাড়লো বিতর্ক!

‘ডিসেম্বরের পর শুরু হবে পাল্টা মার’, হুঁশিয়ারি দিলীপের, ফের বাড়লো বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নিজের কটাক্ষ বানে তৃণমূলকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য প্রশাসন, সকলকেই নিজের আক্রমণে বিদ্ধ করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি দাঁতন ও মোহনপুরের বিভিন্ন এলাকায় নানা প্রকল্পের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে গিয়ে “দিদিমণির দিন এবার শেষ হবে” থেকে শুরু করে “তৃণমূলের যত নেতা আছে, পঞ্চায়েতের টাকা ঝেড়ে ছেলে-মেয়েদের বাইরে পড়ায়” বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল তাঁকে।

তবে এবার সেখানেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। রবিবার সকালে রায়গঞ্জের মোহনবাটি এলাকায় এনএস রোডে চায়ে পে চর্চায় যোগ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন যে “ডিসেম্বরের পর শুরু হবে পালটা মার”।

এদিন সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিত্‍ লাহিড়ি-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। জানা গেছে, সেখানেই নাড্ডার কনভয়ে হামলা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির পোস্ট ও বিতর্ক, সমস্ত বিষয় নিয়েই মুখ খুলতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকেও আক্রমণ করেন তিনি। এদিন কনভয় আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, “টিএমসি পুরো দলটাই দুষ্কৃতী। ওদের মিটিং থেকে ঝান্ডা নিয়ে কনভয়ে ইট মারা হয়েছিল।” এরপরই নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “কেউ যদি দেখতে না পান কে আক্রমণ করেছে, সেটা তাঁর দোষ।”

তবে তাঁর মতে, বাংলার মানুষের চোখ পরিস্কার আছে, মাথাও পরিস্কার আছে। তাঁরা জানেন যে সেদিন কী হয়েছে। এরপরই পুলিশকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। যদিও পুলিশ প্রশাসনকে নিয়ে তাঁর মন্তব্য নতুন কিছু নয়। সেখানে বহুবারই তাঁকে রাজ্যের সরকার প্রশাসনকে নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে।

তিনি শালীনতা জানেন না বলেও সেখানে বিরোধীদের বলতে শোনা গিয়েছিল। এদিনও তার অন্যথা হয়নি বলেই জানা গেছে। অন্যদিকে এদিন রবীন্দ্রনাথের জন্ম স্থান সংক্রান্ত পোস্ট ও বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে এদিন তাঁকে মুখ্যমন্ত্রীকে নিশানা করতে দেখা গেছে। তাঁর কথায়, “যাদের মানসম্মান নেই, তাঁদের আবার কথা। মুখ্যমন্ত্রীর দৌঁড়!” তবে তাঁর এহেন মন্তব্যে তৃণমূল পাল্টা কি জবাব দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!