এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের জেলা সফরে মমতা, আশার আলো দেখছে উত্তরবঙ্গ!

ফের জেলা সফরে মমতা, আশার আলো দেখছে উত্তরবঙ্গ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2019 এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা তৃণমূলকে অনেকটাই নিরাশ করে দিয়েছিল। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে তার মেরামতি করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর জঙ্গলমহল সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তরবঙ্গে পাড়ি দিতে চলেছেন তিনি।

স্বভাবতই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফরে নানা মহলে আশার আলো তৈরি হয়েছে। অনেকেই বলছেন, যেহেতু এবার উত্তরবঙ্গ থেকে বিপুল আসন তৃণমূলের দখলে গিয়েছে, তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর অনেকটাই আশাব্যাঞ্জক। এক্ষেত্রে বাংলার প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারেন বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 6 আগস্ট উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিন দিন উত্তরবঙ্গে থাকবেন তিনি। মূলত একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি বেশকিছু জেলায় দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী বলে খবর। পর্যবেক্ষকদের মতে, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশাসনিক হোক বা রাজনৈতিক, বারবার উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে গত লোকসভা নির্বাচনে সেই উত্তরবঙ্গের তৃণমূল ভালো ফলাফল না করার পরেই কিছুটা হতাশা তৈরি হয় তৃণমূলের অন্দরমহলে।

আর তারপরেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে যাতে উত্তরবঙ্গে ঘাসফুল শিবির ব্যাপক আসনে জয়লাভ করতে পারে, তার জন্য মরিয়া হয়ে ওঠে তৃণমূল নেতৃত্ব। অবশেষে আসে সাফল্য। আর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্যাপারে কোনো বড়সড় ঘোষণা করেন কিনা, তার দিকে তাকিয়ে রয়েছে একাংশ। সব মিলিয়ে আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক নাকি রাজনৈতিক, কোনদিক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!