এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের খুনের রাজনীতি রাজ্যে! প্রান গেল তৃণমূল কর্মীর! উত্তেজনা!

ফের খুনের রাজনীতি রাজ্যে! প্রান গেল তৃণমূল কর্মীর! উত্তেজনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের দলের নেতাকর্মীদের ওপর আঘাত আসছে। এক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। আর এবার খুন হতে হল এক তৃণমূল কর্মীকে। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাণ্ডবেশ্বর এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের দলের কর্মীকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে কাজে বেরিয়ে ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী দিলীপ তুরি। কিন্তু রাতে তার বাড়ি ফিরতে দেরি হয়। আর তারপর শেষ পর্যন্ত যখন দিলীপবাবু বাড়িতে ফেরেন না, তখন চিন্তা শুরু হয় পরিবার-পরিজনের। আর তারপরেই তারা খোঁজ করতে গিয়ে দেখেন, স্থানীয় ফুটবল মাঠের কাছে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আর এরপরই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পাশাপাশি গোটা ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন তৈরি হয় মৃত তৃণমূল কর্মীর পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোটা ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন এই তৃণমূল বিধায়ক। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিজেপি নয়। বিভিন্ন সময়ে তৃণমূলের নেতা কর্মীদের ওপর আক্রমণ থেকে শুরু করে প্রাণহানির মত ঘটনা ঘটেছে। যা নিয়ে চিন্তা ক্রমশ বেড়েছে শাসক থেকে শুরু করে বিরোধী শিবিরের মধ্যে। আর এবার পাণ্ডবেশ্বরে এইভাবে তৃণমূল কর্মীর মৃত্যু রীতিমতো চিন্তার মুখে ফেলে দিল শাসক শিবিরকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তদন্তে মৃত্যুর কারণ হিসেবে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!