এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের কি আটকে যাবে পৌরভোট? বিজেপির পদক্ষেপে বাড়ছে জল্পনা!

ফের কি আটকে যাবে পৌরভোট? বিজেপির পদক্ষেপে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথম থেকেই বিজেপি দাবি করে আসছিল যে, রাজ্যের সমস্ত পৌরসভার নির্বাচন একসাথে করানো হোক। কিন্তু রাজ্য সরকার যে তেমনটা চায় না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী তাতে সীলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে আগামী 19 ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পৌরসভার নির্বাচন করানো হবে বলে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কমিশন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকার এবং কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি।

 

সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। যেখানে তারা তাদের আইনজীবী মারফত এই ব্যাপারে মামলা করার অনুমতি চেয়েছে। ইতিমধ্যেই বিজেপিকে এই ব্যাপারে মামলা করার অনুমতিও দিয়ে দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, একসাথে রাজ্যের সমস্ত পৌরসভার নির্বাচন করানো হোক। আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে সেই নির্বাচন হয়, সেই কথাও তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে মনে করা হচ্ছে, বিজেপির তরফ থেকে এই মামলা দায়ের হওয়ার কারণে ফের বাধাপ্রাপ্ত হতে পারে রাজ্যের পৌরসভা নির্বাচন।

 

স্বভাবতই এই ব্যাপারে আদালতের পক্ষ থেকে কি সিদ্ধান্ত জানানো হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। তবে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুই পৌরসভার নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা যে বিজেপির এই মামলা দায়েরের কারণে অনেকটাই বাধার মুখে পড়তে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!