এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের কি ফিরে আসছে খাগড়াগড়ের স্মৃতি? ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য!

ফের কি ফিরে আসছে খাগড়াগড়ের স্মৃতি? ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2016 সালে দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে বোমা বিস্ফোরণ কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াগড় এলাকা। আর তারপর থেকেই রাজ্য জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে গিয়েছে বলে দাবি করতে শুরু করে বিরোধীরা। সম্প্রতি খাস কলকাতার হরিদেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন জেএমবিএ জঙ্গিকে। আর তারপর থেকেই এই ঘটনার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে খাগড়াগড়ের ঘটনার মিল রয়েছে কিনা, সেই রহস্য উন্মোচন করতে ব্যস্ত তদন্তকারীরা।

এক্ষেত্রে তদন্তের একেবারে ভেতরে প্রবেশ করে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত জঙ্গির সাথে সম্প্রতি হরিদেবপুর কাণ্ডে ধৃত জঙ্গিকে মুখোমুখি বসে জেরা করতে চাইছে কলকাতা পুলিশের তদন্তকারীরা। এক্ষেত্রে দুই জঙ্গিকে মুখোমুখি বসিয়ে তদন্ত করলে এবং তাদের জেরা করলে আসল সত্য সামনে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জঙ্গিদের কোনো নজর রয়েছে কিনা, সেই বিষয়টিও উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই জঙ্গিকে পাশাপাশি বসিয়ে জেরা করতে কতটা সক্ষম হয় কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী, তা অবশ্যই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তিন জেমবিএ জঙ্গি গ্রেপ্তার হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর তারপরেই সম্প্রতি উত্তর 24 পরগনা বারাসাত এলাকা থেকে সেই জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখা আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্বাভাবিকভাবেই ক্রমশ উদ্বিগ্ন বাড়তে শুরু করে প্রশাসনের অন্দরমহলে। তাই এই পরিস্থিতিতে অনেকেই খাগড়াগড় কান্ডের মত অন্য কোনো বিস্ফোরণ ঘটাতে এই জঙ্গিরা নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রাজ্যে ঘাঁটি গাড়তে শুরু করেছিলেন বলে দাবি করেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই দাবিকে ঠিকমতো যাচাই করে নিতেই এবার আদালতের পক্ষ থেকে অনুমতি চেয়ে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত জেএমবি জঙ্গি ফারুক আহমেদের সঙ্গে সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে ধৃত জঙ্গিকে মুখোমুখি বসিয়ে জেরা করার উদ্যোগ নিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এক্ষেত্রে দুজনকে ভার্চুয়ালি মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তকারীরা এক্ষেত্রে কোনো রকম সময় নষ্ট করতে চাইছে না। তাই তড়িঘড়ি এই ব্যাপারে খাগড়াগড়ের স্মৃতিকে স্মরণে রেখে তিন জেএমবিএ জঙ্গি গ্রেপ্তার হতেই তাদের পরিকল্পনা কি ছিল, তা জানতে চাইছেন কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। আর সেই কারণেই আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে খাগড়াগড় কাণ্ডের স্মৃতিকে তুলে ধরে হরিদেবপুর কান্ডের জঙ্গিকে জেরা করে আসল রহস্য উন্মোচন করতে চাইছেন তদন্তকারীরা।

কেননা ভবিষ্যতে এই জঙ্গিরা যদি আবার পশ্চিমবঙ্গকে টার্গেট করে, তাহলে তা প্রশাসনের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন থেকেই জঙ্গিদের আঁটঘাট সমস্ত কিছু বুঝে নিতে চাইছে প্রশাসন। যাতে পরবর্তীতে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাংলাকে বেছে নেওয়া না হয়, তার জন্য খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গিকে হরিদেবপুর কাণ্ডের ধৃত জঙ্গির মুখোমুখি বসিয়ে জেরা করে কলকাতা পুলিশের আসল রহস্য উন্মোচনের টার্গেট রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এই জেরাপর্ব থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!