এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের কি নতুন পৌরসভা পাচ্ছে উত্তরবঙ্গ? ভোটের আগে জনমোহিনী রাজ্য!

ফের কি নতুন পৌরসভা পাচ্ছে উত্তরবঙ্গ? ভোটের আগে জনমোহিনী রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পৌরসভা নির্বাচন। একাধিক মেয়াদ উত্তীর্ণ পৌরসভা রয়েছে, যা এখন প্রশাসক দিয়ে পরিচালনা করছে রাজ্য সরকার। তবে খুব তাড়াতাড়ি সেই পৌরসভার নির্বাচন করানো হবে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছে সরকারের গলায়। কিছুদিন আগেই বালি পৌরসভাকে পৃথকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এবার উত্তরবঙ্গের মাটিতে কি স্থাপিত হতে চলেছে নতুন পৌরসভা? ইতিমধ্যেই রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে আশার আলো তৈরি হয়েছে মালদহের চাঁচোল এলাকার মানুষদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম মালদহে একটি সরকারি কর্মসূচিতে এসেছিলেন। আর সেখানেই তিনি বলেন, “আপনাদের একটি দাবি আছে, চাঁচোলে পৌরসভা করার ব্যাপারে। নিশ্চিত এই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে রয়েছে।” স্বাভাবিকভাবেই মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন পৌরসভা নির্বাচনের আগেই চাঁচোল নতুন পৌরসভা হতে পারে বলে আশার আলো তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও বা এই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অনেকে বলছেন, পৌরসভা নির্বাচনের আগে মানুষের মন পেতে এই রকম কাজ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, উন্নয়ন যাতে আরও দ্রুত ত্বরান্বিত হয়, তার জন্য চাঁচোলের মানুষের স্বপ্ন পূরণের চেষ্টায় হাঁটছে রাজ্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!