এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের কি উত্তরবঙ্গ ভাগের দাবি! বিজেপি সাংসদের মন্তব্যে জল্পনা!

ফের কি উত্তরবঙ্গ ভাগের দাবি! বিজেপি সাংসদের মন্তব্যে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠতে শুরু করেছে। যদিও বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। কিন্তু বিজেপির একাধিক সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, ঠিক তখনই কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেখানে উত্তরবঙ্গ বাসীর মুক্তির জন্য লড়াই করে যাবেন বলে জানিয়ে দিয়েছেন নিশীথ প্রামানিক।

স্বভাবতই হঠাৎ করে বিজেপি সাংসদ এই ধরনের মন্তব্য করলেন কেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য করেন কোচবিহারের বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। যেখানে তিনি বলেন, “উত্তরবঙ্গবাসী, বৃহত্তর কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব। অনন্ত মহারাজের দেখানো পথ ধরেই লড়াই চালিয়ে যাব।”

বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কি নিশীথ প্রামানিক এই মন্তব্য করে বুঝিয়ে দিলেন যে, তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার পক্ষে আওয়াজ তুলবেন! একাংশের মতে, নিশীথ প্রামাণিকের এই মন্তব্য যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!