এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মমতা সরকারকে কড়া আক্রমণ রাজ্যপালের, সিন্ডিকেট নিয়ে দাগলেন তোপ!

ফের মমতা সরকারকে কড়া আক্রমণ রাজ্যপালের, সিন্ডিকেট নিয়ে দাগলেন তোপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাকযুদ্ধ লেগেই আছে। বিরোধীদের চাপে যখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেসের সরকার, ঠিক তখনই মাঝেমধ্যেই সরকারের বিড়ম্বনা বাড়িয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। নির্বাচনের আগে রাজ্যপালের পক্ষ থেকে লাগাতার ভাবে বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারকে আক্রমণ করা হচ্ছে। যার ফলে একদিকে বিরোধী এবং অন্যদিকে রাজ্যের সাংবিধানিক প্রধানের এই আক্রমণে কার্যত ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এবার রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে সিন্ডিকেট নিয়ে কড়া আক্রমণ করলেন সেই জাগদীপ ধনকার। যেখানে সাধারন মানুষ থেকে শুরু করে শিল্পপতি, এমনকি ছোট ব্যবসায়ীরা রাজ্যে নিজের মত করে চলতে পারছে না বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে। সূত্রের খবর, শনিবার সেন্ট জেভিয়ার্স কলেজের নিউটাউনের ক্যাম্পাসে একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। আর সেখানেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিন্ডিকেট নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাকে।

তিনি বলেন, “দুটি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে!” পাশাপাশি রাজ্যে কত বিনিয়োগ এল, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে সিন্ডিকেট নিয়ে বিরোধীদের অভিযোগ লেগেই ছিল। কিন্তু তার মধ্যেই রাজ্যপালের এই ধরনের মন্তব্য যে তৃণমূল সরকারকে বড়সড় বিড়ম্বনার মুখে ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় জাগদীপ ধনকারকে। এমনকি আইন-শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা নিয়ে মাঝেমধ্যেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যার ফলে সরকার বনাম রাজ্যপালের সম্পর্কের তিক্ততা তীব্র থেকে তীব্রতর হয়েছে।

তবে বিধানসভা নির্বাচনের মুখে সেই সম্পর্ক কিছুটা হলেও তিক্ততা ভুলে সৌজন্যে পরিণত হবে বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু নির্বাচনের আগে যেভাবে এবার সিন্ডিকেট নিয়ে রাজ্য সরকারকে নাম না করে আক্রমণ করলেন রাজ্যপাল, তাতে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এভাবেই যদি গোটা পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে রাজ্যের প্রশাসনিক বনাম সাংবিধানিক যুদ্ধে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন সকলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজ্যপালের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!