এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের মামলা উচ্চ প্রাথমিকে! আদৌ কি হবে নিয়োগ? কি বলছে স্কুল সার্ভিস কমিশন? জানুন বিস্তারিত

ফের মামলা উচ্চ প্রাথমিকে! আদৌ কি হবে নিয়োগ? কি বলছে স্কুল সার্ভিস কমিশন? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। বারবার মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। পরীক্ষার পর কয়েক বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আবার নতুন করে মামলা জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন করে মামলা হলেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখনো পর্যন্ত কোন রায় দেয় নি,বা নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেনি। তাই অল্প সময়ের মধ্যেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া।

উচ্চ প্রাথমিকের নতুন মেধা তালিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন একাধিক চাকরিপ্রার্থী। অনেকে অভিযোগ করেছেন, তাদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা বিএড এর কোন একটি বা দুটি নথি সেখানে আপলোড করা হয়নি, এই কারণ দেখিয়ে তাদের নাম ইন্টারভিউর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, তাদের সমস্ত নথি ঠিকমতো আপলোড করা হয়েছে বলে মেসেজ করা হয়েছিল। এরপর কেন আপলোড এর সমস্যা দেখানো হয়েছে? তা তারা বুঝতে পারছেন না।

এ কারণে অনেকে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন। এ প্রসঙ্গে বর্ধমানের এক চাকরিপ্রার্থী জানালেন যে, এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তার বিএড পরীক্ষার মার্কশিট আপলোড করা হয়নি। অথচ তা তিনি আপলোড করেছিলেন। করোনা সংক্রমনের কারণে বাসের সংখ্যা কম। তার জন্য ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে বাসে করে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর এসে তিনি আবেদনপত্র জমা দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতার এক চাকরিপ্রার্থী জানালেন যে, মাধ্যমিক থেকে শুরু করে বিএড পর্যন্ত সমস্ত নথি আপলোড করেছিলেন। কিন্তু এর পরও তাকে জানানো হয়েছে, তার কোনো নথিই আপলোড করা হয়নি। যা সম্ভব নয়। তাই এবার এসএসসির অফিসে এসে হাতে হাতে আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। তিনি জানালেন, উচ্চ প্রাথমিকে তার বিষয় ছিল আরবি ভাষা। তার বিষয়ে যারা ৬৮.৫৩ শতাংশ নম্বর পেয়েছেন, তারা ইন্টারভিউর ডাক পেয়েছেন। কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে বিএড পর্যন্ত তার সমস্ত নথি যদি আপলোড হয়ে থাকে, তবে তার নম্বর হওয়া উচিত ৭৬.১২। তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন যদি তার অভিযোগ খতিয়ে দেখে, তবে ইন্টারভিউর তালিকায় তার নাম থাকা উচিত।

স্কুল সার্ভিস কমিশনের নতুন মেধাতালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগ থাকায় এর বিরুদ্ধে আবার মামলা জারি করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এরপরেই নিয়োগ নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার জানালেন যে, দু-একদিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে। ইন্টারভিউর তালিকায় যাদের নাম ওঠেনি বলে অভিযোগ করেছেন, তাদের অভিযোগ পত্র নেওয়ার কাজ শুরু করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তিনি জানালেন, এখনো পর্যন্ত প্রায় ৩০০০ প্রার্থী অভিযোগ পত্র জমা দিয়েছেন । অনেকে মেইল করে, ডাকযোগে যেমন অভিযোগ করেছেন, তেমনি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে এসেও অনেক প্রার্থী অভিযোগ পত্র দিয়েছেন। আদালতের নির্দেশ মতো সকলের অভিযোগ পত্র খতিয়ে দেখা হবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!