এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের মমতার সিদ্ধান্তের বিরোধিতা করে মুখমন্ত্রীকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় !

ফের মমতার সিদ্ধান্তের বিরোধিতা করে মুখমন্ত্রীকে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রসঙ্গত আগামী ১৫ ই অক্টোবর থেকে দেশে শুরু হতে চলেছে আনলক ৫ পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেইসঙ্গে এটাও জানিয়ে দিয়েছে যে, ৫০% দর্শকাসন ফাঁকা রেখে দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ১ লা অক্টোবর থেকেই সমস্ত সিনেমা হল, প্রেক্ষাগৃহ, থিয়েটার খুলে দেবার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে একটি লম্বা পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গতকাল শুক্রবারে।

সম্প্রতি সিনেমা হল, প্রেক্ষাগৃহ খুলে দিলে রাজ্যে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে বলে অভিমত প্রকাশ করলেন তিনি। এ প্রসঙ্গে তার অভিমত, ” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কোনও বিষয়েই অন্য সবাইকে টেক্কা দেওয়ার রাজনীতি করতে চান। তাই কেন্দ্রীয় নির্দেশিকায় যখন বলা হচ্ছে যে ১৫ অক্টোবর থেকে সিনেমা-থিয়েটার খোলা যেতে পারে, তখন পশ্চিমবঙ্গে ১ অক্টোবর থেকেই সব খুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। এখানেও সেই টেক্কা দেওয়ার রাজনীতি!’’ এ প্রসঙ্গে তাঁর প্রশ্ন, করোনার বিরুদ্ধে সংগ্রামেও কি রাজনীতিকে জড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী?

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, তিনি নিজেও এসেছেন বিনোদন জগত থেকে। তাই সিনেমা হল, প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় অসংখ্য গায়ক, মিউজিসিয়ান, হল মালিক ও অন্যান্য কর্মীরা যে কতটা সমস্যায় আছেন, তা তিনি বুঝতে পারছেন। তবুও এই মুহূর্তে সিনেমা হল খুলে দেওয়া সর্বনাশা এবং বিপজ্জনক মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি যুক্তি দিয়েছেন যে, সমগ্র বিশ্বজুড়ে সিনেমা হল বন্ধ। স্টেডিয়ামেও লোক জমায়েত করতে দেয়া হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, জার্মান লিগ, ফ্রেঞ্চ ওপেন বা আইপিএল— যা কিছু খেলা খোলা আকাশের নিচে চলছে, সেখানেও কঠোরভাবে পালন করা হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। তাই মাল্টিপ্লেক্সের ভেতর জমায়েতের অনুমতি একান্তভাবে হঠকারী সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ সিনেমা দেখতে গিয়ে দর্শকরা হাসবেন, কাঁদবেন, কথা বলবেন, মজা করবেন। সেটাই স্বাভাবিক। তার পরে দুটো শোয়ের মাঝে দ্রুত হলটা পরিষ্কার করতে যেতে হবে কর্মীদের। এতে সিনেমা হলের ওই কর্মীদেরও কি বিপদের মুখে গিয়ে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে না! ’’ এ বিষয়ে তাঁর প্রশ্ন, ” কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে রাজ্য সরকার এ ভাবে অগ্রাহ্য করতে পারে কি না, আমি তা-ও জানি না, তবে আমি শীঘ্রই জেনে নিচ্ছি।’’

গতকাল বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক পোস্টে বিদেশের কিছু সংবাদপত্র থেকেও ছবি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে, দ্রুত সিনেমা হল, প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, তার সমালোচনা হয়েছে বিদেশেও। ১৫ ই অক্টোবর এর আগে কোন রাজ্য সিনেমা খুলে দিতে ইচ্ছুক নয়। তাঁর অভিমত, তড়িঘড়ি সিনেমার খুলে দেবার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তাতে পুজোর আগে বাংলায় করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে। রাজ্যসরকারের সিনেমা হল খোলার এই সিদ্ধান্তর আদালতে জনস্বার্থ মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি রাজ্যবাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!