এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মুখ খুলে বিদ্রোহের আঁচ ছড়ালেন সিঙ্গুরের মাস্টারমশাই, জেনে নিন

ফের মুখ খুলে বিদ্রোহের আঁচ ছড়ালেন সিঙ্গুরের মাস্টারমশাই, জেনে নিন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকালে শাসক দল তৃণমূলের একের পর এক বিধায়ক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দলের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা গুটিয়ে নিয়েছেন, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত দলের প্রতি বিষেদাগার করেছেন। আবার, গত রবিবার হুগলি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পর দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ আবার তিনি ক্ষোভ প্রকাশ করলেন দলের বিরুদ্ধে।

আজ নন্দীগ্রামের তেখালিতে অনুষ্ঠিত হলো শুভেন্দু অধিকারীর শহীদ স্মরণ সভা। আজ বিকেলে এইস্থানে পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। এই পরিস্থিতিতে দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিঙ্গুরের মাস্টারমশাই তথা বর্ষীয়ান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রয়োজনে দলত্যাগের হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে দলের ঘোষিত নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকালও তিনি দলত্যাগের হুমকি দিয়েছিলেন।

গত রবিবার হুগলি জেলায় তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। জেলার নতুন কমিটি ঘোষণার পর থেকেই বারবার তার প্রতিবাদ করেছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই তথা বর্ষীয়ান তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য। তাঁর অভিযোগ, জেলায় বেছে বেছে তাঁর অনুগামীদের অপসারিত করা হচ্ছে। যে কারণে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, দল যদি এই সিদ্ধান্ত বদল না করে তবে তিনি দলবদল করে ভিন্ন দলে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছিলেন যে, দুর্নীতি গ্রস্থ মানুষদেরই তৃণমূল দল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তাঁর মতো যাঁরা আছেন, যাঁদের নামে কোন দুর্নীতির অভিযোগ নেই, তাঁদেরকে অপমান, অবহেলা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সভাপতিকে অপসারণ তিনি কিছুতেই মেনে নিচ্ছেন না। দলের বিরুদ্ধে তিনি বলেছিলেন, ” দল আমাকে টিকিট দিলেও আমাকে বাধা দেওয়া হবে, ব্যর্থ প্রমাণ করে হারানোর চক্রান্ত হবে, অপমান করা হবে। যা অতীতেও হয়েছে। তাই প্রয়োজনে দল পরিবর্তন করতে হলে তা-ই করব।”

আজ আবার তিনি দলের বিরুদ্ধে অভিযোগ করে জানালেন যে, দল যেমন খুশি কমিটি বদল করে কাজের নেতাদের বসিয়ে দিচ্ছে। তাঁর আরও অভিযোগ, দল তাঁকে যোগ্য সম্মান দিচ্ছে না। এরপর তৃণমূল দলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নেতা বেচারাম মান্নার সরাসরি নাম নিয়ে তাঁকে বলতে শোনা গেল, ” স্বয়ং মমতা প্রশাসনিক সভায় বলে গিয়েছিলেন বেচারাম, মাস্টারমশাইকে সম্মান দিয়ে কাজ করো। কিন্তু তার পরেও কিছু পরিবর্তন হয়নি। এই রকম চললে আমাকেই দল ছাড়ার কথা ভাবতে হবে।”

তবে, দলের বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের এই বক্তব্য প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল জানালেন যে, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যও দলের সম্মান রক্ষার জন্য ভালো কাজ করছেন না। বেচারাম মান্নার বিরুদ্ধে বারবার প্রকাশ্যে মন্তব্য করে দলের অনুশাসন ভঙ্গ করছেন তিনি। তবে সিঙ্গুরের বিধায়কের বারবার দলের প্রতি বিদ্রোহ তথা দলত্যাগের হুমকি আশঙ্কা বাড়াচ্ছে শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!