এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মুখ পুড়ল রাজ্যের! বড়সড় অক্সিজেন পেলেন শুভেন্দু!

ফের মুখ পুড়ল রাজ্যের! বড়সড় অক্সিজেন পেলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীকে কাবু করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2021 সালে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরও চাপে ফেলার রাস্তায় হাঁটতে দেখা গেছে রাজ্যের শাসক দলকে। দেহরক্ষীর রহস্য মৃত্যু সহ মোট পাঁচটি মামলায় এর আগে শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানে হাইকোর্টের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না বলে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। আর তারপরেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু এবার সেখানেও তারা চাপে পড়ে গেল। যেখানে শীর্ষ আদালতের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশ বহাল রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হাইকোর্ট যে রক্ষাকবচ দিয়েছে, তাতে কোনো হস্তক্ষেপ করবে না দেশের শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় রাজ্য সরকার যে যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে প্রথম থেকেই চেষ্টা শুরু করেছিল রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসন। কিন্তু তারপরেও শীর্ষ আদালতে ন্যায় বিচার পেলেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!