এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের নতুন করে রাজ্য- রাজ্যপাল সংঘাত,টুইট করে ফের রাজ্যসরকারের বঞ্চণার অভিযোগ তুললেন

ফের নতুন করে রাজ্য- রাজ্যপাল সংঘাত,টুইট করে ফের রাজ্যসরকারের বঞ্চণার অভিযোগ তুললেন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আবার রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে রাজ্য সরকারের নানা ত্রুটি-বিচ্যুতির কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল তাঁর দায়িত্ব নেবার পর থেকেই রাজ্য সরকারের প্রতি নানা অভিযোগ করেছেন। সম্প্রতি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর একমাস দীর্ঘ দার্জিলিং সফরে এসেছেন। দার্জিলিঙে থেকেও রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হচ্ছেন রাজ্যপাল। কিছুদিন ধরেই রাজ্যপাল ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক টুইট করে চলেছেন।

আজ বুধবার দুপুরে কালিম্পংয়ে রাজ্যপালের একটি সাংবাদিক বৈঠকের কথা শোনা যাচ্ছে। তার পূর্বেই, আজ সকালে রাজ্যের বিরুদ্ধে আবার সরব হলেন রাজ্যপাল। রাজ্য সরকারের প্রশাসনিক উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়ে, তাদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরলেন রাজ্যপাল। অভিযোগ করেছেন যে, রাজ্যের বহু কৃষক কেন্দ্রের দেওয়া ১২০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে পাচ্ছেন না। এর ফলে ৮৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর জন্য তিনি দায়ী করলেন প্রশাসনিক উদাসীনতাকে।

ইতিপূর্বেও রাজ্যপাল বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের নানা সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যবাসীকে। বহুবার এ বিষয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনি কৃষকদের ওপর রাজ্য সরকারের বঞ্চনার কথাও জানিয়েছিলেন। আজ আবার তিনি তা জানালেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি। কৃষকেরা কেন্দ্রের দেওয়া আর্থিক সাহায্য না পাওয়ায় অত্যন্ত দুঃখিত হয়েছেন তিনি। সে কথা তিনি জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ আরও একটি টুইট করে রাজ্যপাল অভিযোগ করলেন রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে। রাজ্যপাল উল্লেখ করেছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্‍ করপুরকায়স্থ ও রিনা মিত্রের নাম। তিনি অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ বারবার নিয়ম ভাঙছে। পুলিশ নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করতে শুরু করেছে। এ বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করলেন রাজ্যপাল।

প্রসঙ্গত, রাজ্যের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ তুলেছেন রাজ্যপাল। রাজ্যপালের নানা অভিযোগের প্রত্যুত্তর করেছে নবান্ন। ফলে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের ক্রমাগত বাড়ছে সংঘাত। রাজ্যপাল জানিয়েছেন যে, রাজ্য সরকারের বিভিন্ন রকম ত্রুটি-বিচ্যুতিকে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করা, তিনি তার সাংবিধানিক দায়িত্ব বলে মনে করেন। রাজ্য সরকার অভিযোগ করেছে যে, রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যের প্রশাসনিক বিষয়ে অযথা মাথা ঘামাচ্ছেন।

ইতিপূর্বে রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে একাধিকবার সরব হয়েছেন। রাজ্যপাল সবচেয়ে বেশি অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে। রাজ্য পুলিশের ডিজিকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশের গাফিলতির কারণে খুব সহজেই অপরাধমূলক ঘটনা ঘটছে রাজ্যে। আজ আবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল। ফলে রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত তীব্র হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!