এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ফের নতুন কোন বিপদের মুখে পূর্ব লাদাখ? কিভাবে আসবে বিপন্মুক্তির উপায়?

ফের নতুন কোন বিপদের মুখে পূর্ব লাদাখ? কিভাবে আসবে বিপন্মুক্তির উপায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাদাখ নিয়ে চীনের সঙ্গে ভারতের সংঘাত হয়ত এখনই শেষ হবে না বলেই মনে হচ্ছে এবার। কারণ যেভাবে চীনের আগ্রাসন নীতি কাজ করছে, তার ফল যে ভুগতে হবে সেই হুঁশিয়ারি আগেই বলা হয়েছিল। তবে সে কথায় যে চীন খুব একটা আমল দিচ্ছে না, তা তাদের কাজের মাধ্যমেই বোঝা যাচ্ছে। কেননা আবারও লাদাখ চীন সীমান্তে চিনা সৈনিকের প্রবেশের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছে সীমন্ত।

আজই সেনাসূত্রে জানানো হয়েছে যে, পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করছিল চীনা সৈন্য। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা আপাতত ভেস্তে দেওয়া গেছে। বিপরতপন্থীদের ঢুকতে বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষও হয় বলে জানা গেছে। এর আগে ২৯শে আগস্ট ও ৩০শে আগস্ট রাতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও সেনার তরফে আগে জানানো হয়েছিল। তবে সেই চেষ্টাকে আপাতত রোখা গেছে বলেই জানানো হয়েছে।

গত ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। এরপর চিনের তরফ থেকে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানানো হয়নি। আর তারপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সেনা ও প্রশাসনিক স্তরে অনেকবার আলোচনা চলছে। দুপক্ষই নিজেদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় রাখতে রাজি হয়ে সম্মতি জানিয়েছিল। এর প্রতিবাদ স্বরূপ সারা দেশে সেই সময় মোদি সরকার চিনা অ্যাপের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক ডাকে। ব্যান করা হয় প্রচুর চিনা অ্যাপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এর মাঝেই পূর্ব লাদাখ সীমান্তে চিন ক্রমাগত সামরিক নির্মাণ ও সেনা মোতায়েন করছে বলে বারবার খবর পাওয়া যায়।সেনা সূত্রে জানা গেছে, প্যাঙ্গং লেকের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল চিনা সৈন্য। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও চলাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার লেকের দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনের ওই সৈন্যবাহিনী। সম্প্রতি সেই চেষ্টাই প্রতিহত করা গিয়েছে।

যেখানে বারবার অন্য দেশের সঙ্গে সীমান্ত নিয়ে সম্মানসূচক আচরণ কাম্য, সেখানে বারবার এমন ভাবে আগ্রাসন ভালো চোখে দেখা হবে না বলেই মনে করছেন অনেকে। এই বিষয়ে ব্রিগেড কম্যান্ডার স্তরে আপাতত বৈঠক চলছে বলেও জানা গেছে। তবে উত্তর দিন থেকে হামলার পর দক্ষিণ দিক থেকে এমন চেষ্টা, কি করতে চায় আদৌ চীন! এর কীই বা জবাব দেবে ভারতের সেনা। সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!