এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের পশ্চিমবঙ্গের নির্বাচন, কমিশনের পদক্ষেপে জল্পনা!

ফের পশ্চিমবঙ্গের নির্বাচন, কমিশনের পদক্ষেপে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সমাপ্ত হয়েছে 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কিন্তু সেই নির্বাচন সমাপ্ত হতে না হতেই বেশকিছু বিধানসভা কেন্দ্রের বিধায়কের মৃত্যু থেকে শুরু করে অনেকের ইস্তফা দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে আবার উপনির্বাচনের মত সম্ভাবনা সৃষ্টি করেছে। স্বভাবতই করোনা পরিস্থিতির মধ্যে সেই উপনির্বাচন হবে কি হবে না, তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল। বলা বাহুল্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলেও, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করতে পারেনি।

স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে তাকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তা না হলে সাংবিধানিক সমস্যার মধ্যে পড়ে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হতে পারে। তাই এই পরিস্থিতিতে নির্বাচন না করার চক্রান্ত করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চাইছে বলে অভিযোগ করেছে তৃণমূলের একাংশ। আর এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশনের তৎপরতা পশ্চিমবঙ্গের বেশকিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনাকে উস্কে দিল।

সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটযন্ত্র প্রথম পর্যায়ের যাচাই করবার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে ইভিএম প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসতে অনুরোধ করা হয়েছে। আর এর ফলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি রাজ্যের যে সমস্ত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে, সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই কমিশনের এই পদক্ষেপে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। এতদিন তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দিয়ে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চাইছে বলে অভিযোগ করা হত। কিন্তু এবার কমিশন এই পদক্ষেপ নেওয়ার ফলে একাংশ কার্যত নিশ্চিত যে, খুব তাড়াতাড়ি রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যদি সঠিক নিয়ম মানতে হয় তাহলে নভেম্বরের মধ্যেই এই উপ নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু করো না পরিস্থিতি সহ একাধিক কারণে সঠিক সময়ে সেই উপনির্বাচন হবে কিনা তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে নির্দিষ্ট সময়ে জাতে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন করা হয় তার ব্যাপারে আবেদন জানিয়েছিল। এমনকি এই নির্বাচন করানোর ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর দেওয়া হলে বিজেপির পক্ষ থেকে পাল্টা শাসক দলকে কটাক্ষ করে জানানো হয়েছিল আগে তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে থাকা রাজ্যের পৌরসভা নির্বাচন করে দেখাক।

আর এই পরিস্থিতিতে কবে হবে বিধানসভা উপনির্বাচন বা কবে হবে পৌরসভা নির্বাচন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল প্রশ্ন আর অবশেষে নির্বাচন কমিশনের তৎপরতার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল যে এবার ধীরে ধীরে বাংলার বকেয়া থাকা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গুলোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে চাইছে নির্বাচন কমিশন। যদিও বা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো দিনক্ষণ জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!