এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের পরিবর্তনের স্লোগান! এসএসকেএমে গিয়েই অগ্নিগর্ভ মমতা!

ফের পরিবর্তনের স্লোগান! এসএসকেএমে গিয়েই অগ্নিগর্ভ মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ত্রিপুরার ঘটনা নিয়ে যে তিনি অত্যন্ত ক্ষিপ্ত, এসএসকেএমে গিয়ে কিছুদিন আগে সুদীপ রাহা এবং জয়া দত্তের সঙ্গে সাক্ষাৎ করার পরে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার বিজেপি সরকার যেভাবে তাদের দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ এনেছে এবং তাদের গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে যে তৃণমূলের প্রতিবাদ চলবে, সেই কথাও বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর আজ আবারও এসএসকেএমে গিয়ে সুদীপ রাহা এবং জয়া দত্তকে দেখে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আগামী দিনে ত্রিপুরা এবং দিল্লিতে পরিবর্তন হবে বলে জানিয়ে দিলেন তিনি। যার জেরে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

সূত্রের খবর, আজ এসএসকেএমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি সুদীপ রাহার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ত্রিপুরায় বর্বরের সরকার চলছে। বিজেপির একজনকেও ভোট দেওয়া উচিত নয়। সংবাদমাধ্যমকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। বাইরের রাজ্য থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ত্রিপুরাতে রং বদল হবে দিল্লিতেও রং বদল হবে।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে আগামী দিনে যে গোটা ভারতবর্ষে পরিবর্তন হবে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরার ঘটনার পর তৃণমূল কংগ্রেস আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গণতন্ত্রের কি অবস্থা, তা এখন প্রশ্নাকারে তুলে ধরতে শুরু করেছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে সুদীপ রাহা এবং জয়া দত্তকে দেখতে এসে রংয়ের বদল হবে বলে ত্রিপুরা এবং কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!