এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  ফের পথে শিক্ষকরা, ধুন্ধুমার কান্ড এসএসসি দপ্তরে! জেনে নিন!

 ফের পথে শিক্ষকরা, ধুন্ধুমার কান্ড এসএসসি দপ্তরে! জেনে নিন!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাম্প্রতিককালে মাঝেমধ্যেই পথে নামছেন ২০১৬ সালের এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই বক্তব্য, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হোক। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও তারা বিক্ষোভে নেমে পড়লেন।

সূত্রের খবর, এদিন ২০১৬ সালের এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা আবার পথে নামেন। যেখানে এসএসসি দপ্তর অর্থাৎ আচার্য সদনের সামনে পৌঁছে যান তারা। মূলত, নিজেদের দাবি সামনে রেখেই শিক্ষক শিক্ষিকাদের এই বিক্ষোভ। যার ফলে প্রবল চাপে রাজ্য সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!