ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, তরুণীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য! উত্তরবঙ্গ রাজ্য September 19, 2024September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনায় প্রতিবাদের রেশ এতটুকুও কমেনি। প্রায় এক মাসের বেশি সময় ধরে সঠিক বিচারের দাবিতে আন্দোলনে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো। তবে এর মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবার নারী নির্যাতনের খবর উঠে আসছে। এবার সেই রকমই একটি ঘটনায় রীতিমত উত্তাল হয়ে উঠলো জলপাইগুড়ির মালবাজার এলাকা। সূত্রের খবর, এদিন জলপাইগুড়ি থেকে আরও এক বীভৎস ঘটনার খবর আসে। যেখানে এক তরুণীকে জলপাইগুড়ির মালবাজার এলাকায় গণধর্ষণ করার অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -