এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের পুরোনো ফর্মে ভারতী ঘোষ, তৃণমূল গড়ে দিদিগিরি বিজেপি নেত্রীর

ফের পুরোনো ফর্মে ভারতী ঘোষ, তৃণমূল গড়ে দিদিগিরি বিজেপি নেত্রীর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার পুরোনো ফর্মে দেখা গেল রাজ্যের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে। একসময় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ভারতী ঘোষ। মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজ্য বিজেপির সহ-সভানেত্রী। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। তিনি হুঙ্কার দিয়েছেন, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য থেকে মুছে যাবে তৃণমূল। জনগণ ছুঁড়ে ফেলে দেবে তৃণমূলকে। তিনি আরও জানিয়ে ছিলেন যে, বিজেপিকে কখনই দাবিয়ে রাখা যাবে না।

গতকাল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিশেষ কর্মসূচি ছিল ভারতী ঘোষের। অভিযোগ উঠেছে বারবার তাঁকে বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রসঙ্গত, গতকাল রাজ্য বিজেপির সহ-সভানেত্রী ভারতী ঘোষ তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে একাধিক কর্মসূচি পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। যেখানে বারবার তাঁকে বাধা দেওয়া হয়েছিল। তবে, সমস্ত বাধা দূর করে শেষ পর্যন্ত নিজের কর্মসূচি সফল করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

গতকাল ভূপতি নগরে বিজেপির বিশেষ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন ভারতী ঘোষ। অভিযোগ উঠেছে, একাধিকবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিজেপির বাইক মিছিলে বাধা দেয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গেই ইট ছোড়া হয়েছে বাইক মিছিলে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, পুলিশের বিরুদ্ধে ভারতী ঘোষ অভিযোগ করেছেন যে, বিজেপির বাইক মিছিলের ব্যাপারে পুলিশকে আগে থেকেই সমস্ত কিছু জানানো হয়েছিল। কিন্তু এরপরেও বাইক মিছিল একাধিকবার আটকে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির জনৈক বুথ সভাপতি গোকুল জানাকে কিছুদিন আগে চড় মেরে খুনের অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদেই ছিল গতকাল বিজেপির এই বাইক মিছিল। স্থানীয় সূত্রের খবর করোনা আক্রান্ত তৃণমূল নেতা ঘরে না থেকে বাইরে ঘোরাঘুরি করছেন, এমন অভিযোগ করার কারণে বিজেপি নেতা গোকুল জানাকে চড় মেরে খুনের অভিযোগ উঠেছে জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে, তৃণমূলের দাবি ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক ও হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বিজেপি নেতা গোকুল জানার।

গতকাল বিজেপির বাইক মিছিলে তৃণমূল বারবার নানাভাবে বাধা সৃষ্টি করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। তবে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিজেপি বাইক মিছিল করার সময় একতারপুর বাসস্ট্যান্ডের নিকটে তৃণমূলের এক কার্যালয়তে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি কর্মীরাই বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়েছে তৃণমূল কর্মীদের ওপর।

এদিকে গতকাল বাইক মিছিলের সঙ্গে সঙ্গে পূর্ব পরিকল্পনা মতো উদবাদর অঞ্চলে বিজেপির একটি দলীয় অফিস উদ্বোধন করলেন ভারতী ঘোষ। গতকাল হাজার বাধা সত্ত্বেও সমস্ত কর্মসূচি সফলভাবে পালন করেছেন তিনি। খোদ তৃণমূলের গড়ে গিয়ে গতকাল হুঙ্কার দিয়ে এলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। শাসকদলকে বুঝিয়ে দিলেন, আকারে, প্রকারে যে ক্রমশই বেড়ে উঠছে বিজেপি।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!