এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সোচ্চার রাজ্যপাল, অস্বস্তিতে নবান্ন !

ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সোচ্চার রাজ্যপাল, অস্বস্তিতে নবান্ন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময় রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা যায় রাজ্যপালকে। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। আর এবার আরও একবার রাজস্থান থেকে বাংলার প্রশাসনকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন রাজস্থানের উদয়পুর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল। যেখানে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থা চিন্তার বিষয়। সেখানকার শাসনব্যবস্থা সংবিধান থেকে দূরে। বিধানসভা ভোটের পর হিংসার তান্ডব দেখেছি। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণতি মৃত্যু, এটাও দেখেছি। আইনের শাসন বলে কিছু নেই। শাসনের আইন চলছে। রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে।” স্বভাবতই রাজ্যপাল এই মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!