এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার- পুলিশ, জেনে নিন

ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার- পুলিশ, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকর দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের সঙ্গে তার ক্রমাগত দূরত্ব বাড়তে শুরু করেছিল। প্রায় প্রতিনিয়ত রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যার ফলে রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কের তিক্ততা ক্রমশ রাজনৈতিক দ্বৈরথে পরিণত হয়। আর এবার ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন।

সূত্রের খবর, এদিন বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে তার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেখানে তিনি বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে কোনোদিন রাজ্যের পক্ষ থেকে উত্তর মেলে না। আমলা, পুলিশ কেউ সংবিধান মানছেন না। বরং সংবিধানের উল্টো পথে চলছেন। বারবার তলব সত্ত্বেও কারও তরফে কোনো জবাব পাওয়া যাচ্ছে না। পুলিশ রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন।” এদিকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি টুইট করতেও দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। যেখানে তিনি লেখেন, “সংবিধান মেনে শাসনব্যবস্থা পরিচালনা হচ্ছে, তা নিশ্চিত করতে হবে। পুলিশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকর নানা বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন। যার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে মন্তব্য করে রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মত কাজ করছেন বলে জানানো হয়েছিল। যাকে কেন্দ্র করে সাংবিধানিক প্রধান বনাম প্রশাসনিক প্রধানের মধ্যেকার তরজা কার্যত নজির সৃষ্টি করেছিল বাংলার রাজনৈতিক মহলে।

আর এবার সংবিধানের স্রষ্টা বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসকে হাতিয়ার করে রাজ্যে সংবিধান মোতাবেক পুলিশ প্রশাসন চলছে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন সাংবিধানিক প্রধান। যা 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বর্তমান তৃণমূল সরকারের অস্বস্তিকে দ্বিগুণ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে রাজ্যপাল জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অস্বস্তিতে ফেললেও, তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “অনেকেরই মানসিক কিছু সমস্যা থাকে। অনেকেই আছেন, যাদের মাথায় একবার কিছু ঢুকে গেলে, সহজে তা বের হয় না। ওনার মাথায় ঢুকে গিয়েছে যে, বাংলার আইন-শৃঙ্খলা খারাপ। তাই কিছু না হলেও উনি টুইট করেন। তবে বাকি রাজ্যে একের পর এক নৃশংস ঘটনা ঘটলেও, তা তার চোখে পড়ে না।”

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে রাজ্যপালের সঙ্গে আবার রাজ্য সরকারের দ্বৈরথ সৃষ্টি হল, তাতে বিরোধীরা এটাকে হাতিয়ার করে নিয়ে তৃণমূল সরকারের অস্বস্তিকে ক্রমশ বাড়িয়ে দিতে পারে। যা আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপকভাবে চাপে ফেলে দিতে পারে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!